পশ্চিম আধারমানিক শ্নশানভূমি ধ্যান কেন্দ্র ও ভিক্ষু নিবাসে কঠিন চীবর দান সম্পান্ন
জ্ঞান অন্বেষণ নিউজ- রাউজান উপজেলাস্থ পশ্চিম আধারমানিক শ্নশানভূমি ধ্যান কেন্দ্র ও ভিক্ষু নিবাসে দানোশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চীবর দানোসৎব যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর ভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত মঙ্গলময় পুণ্যনুষ্ঠানে সভাপ্রতি আসন গ্রহন করেন দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির মহোদয়, প্রধান অতিথিরুপে উপস্থিত ছিলেন গহিরা কোতোয়ালীঘোনা জ্ঞানদয় বিহারে অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরে, প্রধান ধর্মদেশকে দেশনা করেন আন্তজার্তীক খ্যাতিসম্পান্ন বৌদ্ধ ভিক্ষু, দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাস্থবির মহোদয়। অনুষ্টান উদ্ধোধন করেন পশ্চিম আধারমানিক শ্নশানভূমি ধ্যান কেন্দ্র ও ভিক্ষু নিবাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিদর্শনাচার্য্য ভদন্ত শ্রদ্ধপাল মহাস্থবির। বিশেষ ধর্মদেশক বৃন্দ, আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এম ধর্মবোধি স্থবির, হাইদচকিয়া শ্নশানের পরিচালক, শ্রদ্ধাবংশ থেরো, ভদন্ত সুমনশ্রী স্থবির, ভদন্ত জ্ঞান বংশ স্থবির, ভদন্ত সত্যপাল স্থবিরসহ মহান ভিক্ষু সংঘ।
দানোত্তম শুভ কঠিন চীবর দান উপলক্ষে আটাশবুদ্ধের জীবনপ্রতিষ্ঠা, ২৪ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে চীবর তৈরি করে মহান ভিক্ষু সংঘকে দান করা হয়।
অনুষ্ঠান সমাপনান্তে বিহারাধ্যক্ষ বিদর্শাচার্য্য ভদন্ত শ্রদ্ধাপাল মহাথেরো মহান ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা ও দায়ক-দায়িকাদের প্রতি পুণ্যদান করেন।
Leave a Reply