বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংঘঠন কর্তৃক আয়োজিত কঠিন চীবর দান সম্পান্ন।
জ্ঞান অন্বেষণ নিউজ– খাগড়াছড়ি পার্বত চট্টগ্রামে মানিকছড়ি থানাস্থ লক্ষিছড়ি ইন্দ্র কার্বারীপাড়ায় অবস্থিত
প্রজ্ঞাপারমি বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে গত ১৫ অক্টোবর ২০২২ ইংরেজী, শনিবার বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংঘঠন কর্তৃক আয়োজিত ৩য় বারের মত দানোশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চীবর দানোসৎব যথার্থভাবে সম্পান্ন হয়।
প্রজ্ঞাপারমি বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে দায়ক দায়িকাদের সার্বিক সহযোগিতায় বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংঘঠন এর সকল কর্মকর্তাগনে আহর্বানে সকাল বেলায় ১ম পর্বে সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধপ্রতিবৃম্বদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও জ্ঞাণ অন্বেষণ অনলাইন নিউজ পেপারের সম্পাদক ও প্রকাশক স্থবির এম ধর্মবোধি ভান্তে, প্রধান অতিথি ছিলেন ভদন্ত অভিবু স্থবির, ধর্মদেশনা প্রদান করেন নারিশ্চা স্বদ্ধর্মজ্যোতি বিহারে অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র স্থবিরসহ মহান ভিক্ষু সংঘ।
বুদ্ধ কীর্তনের মধ্য দিয়ে দুপুর ২টায় ২য় পর্বে দানোত্তম শুভ কঠিন চীবর দানোসৎস অনুষ্টিত হয় উক্ত পুণ্যনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন পার্বত ভিক্ষু সংঘ মাঠিরাঙ্গার সভাপতি ভদন্ত বিমলতিষ্য মহাথেরো, প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও জ্ঞাণ অন্বেষণ অনলাইন নিউজ পেপারের সম্পাদক ও প্রকাশক স্থবির এম ধর্মবোধি ভান্তে, প্রধান অতিথির আসন গ্রহন করেন অগ্রণী ব্যাংকের সহকারি ব্যবস্থাপক বাব বিজয় বড়ুয়া, সম্মানীত অতিথিরুপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলজের সাবেক ছাত্রলীগের সভাপ্রতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এড দীর্ঘতম বড়ুয়া, উক্ত অনুষ্ঠান উদ্ধোধন করে বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংঘঠন এর সভাপতি আর্যবোধি স্থবির মহোদয়।
বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংঘঠন কর্তৃক যে সমস্ত কার্যক্রম প্রতিনিয়ত সম্পান্ন করা হয়। তা নিম্মরুপ-
বান্দরবান শান্তমিত্র বৌদ্ধ ম্রৌ অনাথাশ্রমে করোনাকালীন ত্রাণ উপহার সামগ্রী দান, লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে করোনাকালীন ত্রাণ উপহার সামগ্রী দান, রুদুরা বুদ্ধানন্দ ধর্ম মিত্র ভিক্ষু শ্রামণ প্রশিক্ষন কেন্দ্রে করোনা কালীন ত্রাণ উপহার সামগ্রী দান, বান্দরবান শান্তমিত্র অনাথাশ্রমে অষ্ট পরিষ্কার সহ সংঘদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি, বান্দরবান তপোবন বৌদ্ধ বিহারে ত্রাণ উপহার সামগ্রী দান, বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারে করোনাকালীন ত্রাণ উপহার সামগ্রী দান, বড়গাঙ বৌদ্ধ বিহারে ত্রাণ উপহার সামগ্রী দান, সুজিত চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দান, কাপ্তাই ভাই বোন ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে আসন ও ছাউনি সহ বুদ্ধ মূর্তি দান, বান্দরবান শান্তমিত্র অনাথাশ্রমে বৈদ্যুতিক আলো দান, করল গ্রামে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ চট্রগ্রাম শহরের রাস্তায় থাকা মানুষ দের মাঝে পটিয়া রেললাইন এ থাকা মানুষ দের মাঝে,এবং একটি অনাথ আশ্রমে,পশ্চিম খুরুশিয়া চৈংগিপাড়া সার্বজনীন চাইন্দমনি বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি দান, আনন্দবৌদি ভিক্ষুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা,২য় বারের মতো লোহাগাড়া কেন্দ্রীয় বিহারে ১ মাসের বাজার ও দানিয় সামগ্রি দেওয়া, রত্নপ্রিয় লাংকম পাড়া বৌদ্ধ বিহারে বুদ্ধ মুক্তি দান ও দানোত্তম শুভ কঠিন চীবর দান করা, প্রথম বারের মতো পুরো বাংলাদেশ ব্যাপি বৌদ্ধ ধর্মিয় সুত্র ও গাতা আব্রত্তি প্রতিযোগিতার আয়োজন,খাগড়াছড়ির সিন্দুকছড়ি আকবাড়ি পাড়ায় ৫০ ফ্যামিলিকে শীত বস্ত্র বিতরণ, লামা লুলাইন নতুন পাড়া ও লাংকমপাড়ায় ৬০ ফ্যামিলিকে দ্বিতীয় ধাপে শীত বস্ত্র বিতরণ, খাগড়াছড়ি গুইমারা আকবাড়ি পাড়া স্কুল এ ১ বছরের শিক্ষা সামগ্রি বিতরন, খাগড়াছড়ি মানিকছড়ি আগাপাড়া বৌদ্ধ বিহারে আসন সহ বুদ্ধ মূর্তি দান, অত্র সংগঠনের সকল সদস্য দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা অষ্টপরিষ্কার সহ সংগদান অনুষ্ঠান, বিরল টিউমারে আক্রান্ত বিজয় বড়ুয়া চিকিৎসার জন্য অনুদান, ইন্দ্র কার্বারী পাড়া প্রজ্ঞা পারমি বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি দান ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান আয়োজন, ক্যান্সারে আক্রান্ত শাওন বড়ুয়া চিকিৎসার জন্য কালেকশন চলমান, বোন ক্যান্সারে আক্রান্ত অজয় বড়ুয়ার চিকিৎসার জন্য কালেকশন চলমান।
উক্ত মহান কার্যক্রমে বৌদ্ধ সম্পাদায় এগিয়ে এসে আত্নমানবতার কল্যানে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সংঘঠনে সভাপতি ভদন্ত আর্যবোধি স্থবির, পরিশেষে সংঘঠনে সহ-সভাপ্রতি অর্পণ বড়ুয়া সানির পারোলৌকিক সৎগতি কামনা করে চীবরদান অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply