মায়ানী মহাশ্নশান ভাবনা কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পান্ন
চট্টগ্রামের মিরসরাই থানাস্থ ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের আওতাধীন মায়ানী দক্ষিন বড়ুয়া পাড়ায় অবস্থিত মায়ানী মহাশ্নশান ভাবনা কেন্দ্র অনুষ্ঠিত হয় দানোশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চীবর দানোসৎব ও বিশ্বনাগরীক ডক্টর ধর্মকীর্তি মহাস্থবির মহাদয়ের সংবর্ধনাণুষ্ঠান।
মায়ানী গ্রামবাসি ও মহাশ্নশান ভাবনা কেন্দ্রের সেবক সংঘ কর্তৃক আয়োজীত চীবরদান ও সংবর্ধনাণুষ্ঠানে সকালবেলায় ভূমিদাতা, চতুরপ্রত্যায় দাতা এবং অন্তিম দাহকার্য সম্পাদনকারী শ্নশান বন্ধুদের মঙ্গল কামনায় অষ্টপরিস্কারদান, সংঘদান ও মধ্যহ্নভোজন অনুষ্ঠান উৎসর্গ করা হয়। শ্নশানের অন্যতম ধার্মীক উপাসক অকাল প্রয়াত সিজু বড়ুয়ার মরনত্তোর স্মৃতিচারন করে পুণ্যদান করা হয়।
উক্ত মহতি পুণ্যনুষ্ঠানে সকাল বেলার ১ম পর্বে ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ স্থবির এম ধর্মবোধি ভান্তের উদ্ধোধনী ধর্মদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। মঙ্গলবানি পাঠ করেন ভদন্ত মেত্তারক্ষিত ভিক্ষু।
এতে সকাল বেলায় সভাপ্রতিত্ব করে চট্টগ্রাম হালিশহর নৈরঞ্জনা বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির, প্রধান অতিথির আসন গ্রহন করেন, বিশ্বনাগরীক ড.ধর্মকীর্তি মহাস্থবির, প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড.দীপংকর মহাস্থবির, এইছারাও অর্ধশতাধীক ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। দের হাজার মানুষের মধ্যহ্নভোজের মধ্যদিয়ে সকাল বেলার সংঘদান অষ্টপরিস্কারদান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠান শেষ হয়।
দুপুর দুইটায় ২য় পর্বে শত শত পুণ্যর্থীদের সাধু সাধু ধ্বনিতে দানোত্তম দানোশ্রষ্ঠ শুভ কঠিন চীবর দানোসৎব ও ড.ধর্মকীর্তি মহাস্থবির মহোদয়ের সংবর্ধনাণুষ্ঠান মহাশ্নশান ভাবনা কেন্দ্রের পরিচালক বিদর্শাচার্য্য আশীন বুদ্ধঃরক্ষিত স্থবির মহোদয়ের উদ্ধোধনী ধর্মদানের মধ্যে দিয়ে শুরু হয়।
ভদন্ত এম ধর্মবোধি স্থবিরের উপস্থাপনায় চীবরদান অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন চট্টগ্রাম পাথরঘাটা মহাবোধি বিহার কমপ্লেস এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পন্ডিত লোকানন্দ মহাথেরো মহোদয়। প্রধান অতিথি আসন গ্রহন করেন চট্টগ্রাম হালিশহর নৈরঞ্জনা বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির, প্রধান ধর্মদেশক মিরসরাই-সিতাকুন্ড ভিক্ষু সমিতির সভাপতি, দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ধর্মকীর্তি মহাস্থবির মহোদয়, বিশেষ অতিথিরুপে ছিলেন, ভদন্ত আর্যশ্রী মহাস্থবির, ভদন্ত ড. দীপংকর মহাস্থবিরসহ গুণত্তম ভিক্ষু সংঘ।
উক্ত মঙ্গলময় অনুষ্ঠানে সম্পাদকীয় পাঠ করেন সাবেক সেনাকমান্ডো ও ভাবনা কেন্দ্র সেবক কমিঠির সম্পাদক বাবু সুবোধ বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন, সেবক কমিটির কর্মকর্তা ডাক্টার সুবোধ বড়ুয়া।
উক্ত পুণ্যময় অনুষ্ঠানের ডক্টর ধর্মকীর্তি মহাস্থবির মহোদয় শীলংকা থেকে ডক্টরেট ডিগ্রীলাভ করায় এবং সমাজ সংস্কার ও অন্য অন্য কল্যাকর কাজ করায় সংবর্ধনা প্রদান এবং ভদন্ত আর্যশ্রী মহাস্থবির ও এম ধর্মবোধি স্থবির মহোদয়কে ধর্মপ্রচারে অনবদ্য অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
অষ্টগ্রামের প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা ব্যক্তব্য প্রদান করেন এবং আষিন বুদ্ধরক্ষিত ভিক্ষু সমাজ ও ধর্মের কল্যানে যে অবদান রেখেছেন ভিক্ষুগন তার প্রশেংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply