ধার্মীক উপাসক সিজু বড়ুয়া’র অনিত্য সভা ও মহা-সংঘদান সম্পান্ন
প্রতিবেদকঃ- সত্যলংকার ভিক্ষু, চট্টগ্রাম জেলার মিরশরাই উপজেলাস্থ মায়ানি মাহজন বাড়ি’র বিশিষ্ট উপাসক, দানশীল ব্যক্তিত্ব সমাজসেবি বাবু টুকু চন্দ্র বড়ুয়া ও ১৩ নং মায়ানি ইউনিয়ন পরিষদ এর দুই দুইবার নির্বাচিত সাবেক সফল মহিলা মেম্বার পুণ্যশীলা ধার্মীক উপাসিকা নিরুপমা বড়ুয়া’র ৪র্থ সন্তান “জ্ঞান অন্বেষণ নিউজ পৌর্টাল” এর সহ-সভাপতি, “জ্ঞান অন্বেষণ প্রকাশনী”র যুগ্ন সম্পাদক, কনস্যাল এনজিও এর পিল্ড পরিচালক বাবু সিজু বড়ুয়া’র গত ২৭ জুন ২০২২ ইংরেজি, সোমবার রাত ১২,৩৫ মিনিটে পরলোক গমন করেন।
সোমবার বিকেল ৩ টায় অর্ধশতাধীক ভিক্ষু সংঘের উপস্থিতিতে তার নিজ বাড়িতে অনিত্য সভার মাধ্যমে প্রয়াতকে অন্তিম বিদায় দেওয়া হয়।
১জুলাই ২০২২ ইংরেজি, শনিবার মহান বিশুদ্ধ ভিক্ষু সংঘের উপস্থিতিতে নিজ বাড়িতে অষ্টপরিস্কারদান, সংঘদান ও জ্ঞাতী ভোজনের মাধ্যমে প্রয়াত সিজু বড়ুয়ার পারোলৌকিক সৎগতি কামনায় পুণ্যদান করা হয়।
বৌদ্ধ সমাজের আলোকিত সংঘপুরুধা, অনেক কল্যানকর প্রতিষ্ঠানের নবরুপদাতা, বহুগ্রন্থের রচিয়তা, বহু অনাথের অন্নদাতা, বিনয়শীল, সুবক্তা, লিখক গবেষক, প্রকাশক, ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারে’র অধ্যক্ষ ও সভাপতি, জ্ঞান অন্বেষণ নিউজ পৌর্টাল” এর সভাপতি, “জ্ঞান অন্বেষণ প্রকাশনী”র পরিচালক স্থবির এম ধর্মবোধি ভান্তে প্রয়াত বাবু সিজু বড়ুয়া’র কনিষ্ঠ ভ্রাতা।
Leave a Reply