ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয় থেকে তূর্ণা বড়ুয়া’র পি এইচ ডি ডিগ্রী লাভ
আমেরিকার ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয় থেকে তূর্ণা বড়ুয়া কেমিক্যাল ইন্জিনিয়ারিং এ পি এইচ ডি ডিগ্রী লাভ করেছেন।
তূর্ণা বড়ুয়া রাউজানের ফতেনগর গ্রামের বিপুল বড়ুয়া ও সঞ্চিতা বড়ুয়ার দ্বিতীয় সন্তান।
ছোটবেলা থেকে মেধাবী তূর্ণা পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টফুলে বৃত্তি লাভ করে। সে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা মহাবিদ্যালয় হতে ২০০৬ সালে এস. এস.সি, চট্টগ্রাম মহসিন কলেজ হতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হতে মেধা তালিকায় ২৬ তম স্থান অধিকার করে ২০০৮ সালে এইচ.এস.সি পাস করে।
বুয়েট থেকে ২০১৪ সালে কেমিক্যাল ইন্জিনিয়ারিং কৃতিত্বের সহিত সম্পন্ন করার পর ২০১৫ সালে উচ্চতর ডিগ্রীর জন্য স্কলারশিপ নিয়ে আমেরিকা যায়।
বাংলাদেশীদের গৌরব বৃদ্ধি করেন তূর্ণা বড়ুয়া, জ্ঞান অন্বেষণ পরিবার তার নীরোগ দীর্ঘজীবন কামনা করছি।
Leave a Reply