মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র নিখোঁজ দূর্জয় বড়ুয়াকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন
অদ্য ১৪ জুন সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.আর হলে মেধাবী ছাত্র নিখোঁজ দুর্জয় বড়ুয়াকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্জয়ের মাতা উর্মিলা চৌধুরী ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার পিতা প্রণব বড়ুয়া এবং এড. দীর্ঘতম বড়ুয়া দীঘু। অন্যান্যদের মঝে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বুড্ডিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌলশী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের চট্টগ্রাম অঞ্চল সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, দাদু ব্যবসায়ী প্রদীপ বড়ুয়া, সম্মিলিত বৌদ্ধ নাগরিক পরিষদের সদস্য সচিব সরিৎ চৌধুরী সাজু, ঠাকুরমা জবা বড়ুয়া, কাকা প্রকাশ বড়ুয়া, ভুপেশ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া প্রমুখ।
দুর্জয় বড়ুয়ার মাতা বলেন ,আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ছেলে দুর্জয় বড়ুয়া চট্টগ্রাম কলেজ হইতে এইচ.এস.সি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লেখপড়া করছে। প্রতিদিনের মতো গত ২১/০৫/২০২২ ইং বিকাল ৫.৩০ ঘটিকায় আমার বর্তমান ঠিকানার বাসা হইতে প্রাইভেটে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসে নাই। বাসায় ফেরার নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তার ব্যবহৃত ০১৯৭৪৪৮৫৭০৮/০১৭৮৩০০৮৩২ মোবাইল নাম্বারে ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিল কিনা খোঁজ খবর নিই, তার সহপাঠীদের সাথে যোগাযোগ করলে তারা চট্টগ্রাম কলেজের প্রভাষক ইউনুছ স্যারের সাথে যোগাযোগ করতে বলে। প্রভাষক ইউনুছ এর সাথে যোগাযোগ করলে তিনি ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানের কথা বলেন।
উক্ত স্থান সমূহে গিয়ে তার সহিত যোগাযোগ করতে ব্যর্থ হই। পরবর্তীতে তিনি জানান জনৈক হৃদয়ের সহিত যোগাযোগ করেন। তার কাছে দুর্জয়ের খোঁজ পাবেন বলে জানায়। তৎপরবর্তী অনেক খোঁজ করে না পেয়ে ইপিজেড থানা ও র্যাব ৭-এ জিডি করেছি। তাদের দৃশ্যমান কোন অগ্রগতি না দেখার কারণে ৭ জুন মানববন্ধন করেছি। মানববন্ধনে প্রধান অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত দুর্জয়কে উদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন। তার ধারাবাহিতায় আজকের সংবাদ সম্মেলন। সেইদিন মানববন্ধন হতে প্রভাষক ইউনুছের গ্রেফতারের দাবী করলেও প্রশাসন এখনও অজ্ঞাত কারণে নীরব। দুর্জয়কে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়ে বার বার ব্যর্থ হচ্ছি।
বার বার ধর্ণা দেওয়ার পরও তারা উল্টো আমাদের কাছে দুর্জয়ের কোন খবরাখবর আছে কিনা জানতে চান।
আমি আশংকা করছি আমার ছেলে অপহরণকারী সংঘবদ্ধ চক্রে জিম্মি রয়েছে। তারা তাকে চট্টগ্রাম থেকে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারেন। আরো আশংকা করছি, আমার ছেলেকে মেরে ফেলতে পারে ঐ সংঘবদ্ধ অপহরণকারী চক্র। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার অবুঝ সন্তান উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। ইতোমধ্যে সম্মিলিত বৌদ্ধ নাগরিক পরিষদসহ বিভিন্ন সংগঠন দুর্জয়কে উদ্ধারের দাবিতে ব্যাপক আন্দোলনের কর্মসূচী গ্রহণ করেছে।
আমি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী শেখ হাসিনার নিকট অসহায় পুত্র হারা মা হিসেবে আকুল আবেদন জানাচ্ছি।
Leave a Reply