বুদ্ধ জয়ন্তী ও নর্থ আমেরিকান বাংলাদেশী বৌদ্ধ সঙ্ঘ সম্মেলন-২০২২
প্রতিবেদকঃ তপন চৌধুরী – ৩রা জুন হতে ৫ই জুন ২০২২ইং তিনদিন ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরস্থ বাংলাদেশী বৌদ্ধদের ধর্মানুশীল জীবনযাপনের একমাত্র বৌদ্ধিক প্রতিষ্ঠান নবজাগরণের সুতিকাগার খ্যাত- নিজস্ব ভূমিতে স্থাপিত- ধাম্মাচাক্কা ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট মোনাস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা শাসনজ্যেতি মি. তপন চৌধুরীর প্রধান পৃষ্ঠপোষকতায় ও সেন্টারের সকল দায়ক-দায়িকার পক্ষ থেকে বুদ্ধ জয়ন্তী ও নর্থ আমেরিকান বাংলাদেশী বৌদ্ধ সংঘসম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুভ উদ্ধোধন করেন মি. তপন চৌধুরী।
সংঘসম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠানকে তিন ভাগে বিভক্ত করা হয়।
৩রা জুন ২০২২ইং বিকাল ৭টায় নর্থ আমেরিকার বিভিন্ন দেশ ও অঙ্গরাজ্য থেকে আগত অতিথি ভিক্ষু সংঘ ধাম্মাচাক্কা মেডিটেশন হলে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনায় অংশগ্রহন করেন। বিশ্ব শান্তির প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন ড. লোকানন্দ মহাথের, প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ, ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহার।
৪ঠা জুন ২০২২ইং পুষ্পকুন্জ ভবনে সকাল ১০টায় অষ্টপোকরনসহ মহাসংঘদানের শুভ উদ্ধোধন করেন ঢাকার প্রানকেন্দ্র খ্যাত আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধি প্রাপ্ত বিদর্শনাচার্য্য আসিন জিন রক্ষিত মহাথের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরস্থ মহাসাতিপ্ট্ঠান মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক সেয়াড অভয়ালংকারা মহাথের।
বাবু তপন কুমার সিংহের পন্শ শীলপ্রার্থনার মধ্যে দিয়ে মহাসংঘদানে স্বদ্ধর্ম দেশনা ও আলোচনায় অংশগ্রহন করেন মহাপ্রভু ভদন্ত ধর্মানন্দ মহাথের, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক মিশিগান বাংলা আমেরিকান মেডিটেশন সেন্টার, উপাসক রাতুল বডুয়া, বোস্টন ও প্রাক্তন অধ্যাপক তরুন বডুয়া, বোস্টন।
দুপুর ১টায় শাসনজ্যেতি মি. তপন চৌধুরী ও দানশীলা মিসেস শর্মিলা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বিদর্শনাচার্য্য সেয়াড অভয়ালংকারা মহাথের, ভদন্ত ড. লোকানন্দ মহাথের, বিশিষ্ট বৌদ্ধ পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের ও বিশিষ্ট বৌদ্ধ দার্শনিক ও পন্ডিত ভদন্ত ড. করুনানন্দ মহাথেরো মহোদয়কে সম্বর্ধিত করা হয়।
সম্বর্ধনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সাউথ কোরিয়া বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের বাংলাদেশ প্রতিনিধি ও প্রাক্তন অধ্যাপক পরিব্রাজক ভদন্ত বিনয়ানন্দ থের, ক্যালিফোর্নিয়া। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক- ক্যালিফোর্নিয়া বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টার।
দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক তাপস বডুয়া। পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মি. আনন্দ চৌধুরী, টরেন্টো, কানাডা।
৫ই জুন ২০২২ইং সকাল ১০টায় অনন্য সুন্দর বোস্টন শহরের ভিক্টোরিয়া হলে মিসেস তনুশ্রী বড়ুয়ার পরিচালনায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন উদীয়মান তরুন সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত বিপুলানন্দ ভিক্ষু, ক্যালিফোর্নিয়া। বোস্টন ধাম্মা স্কুলের ছাত্র ছাত্রীদের পক্ষে পিয়ানো ও নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী স্ক্যাইলা ও তিতীক্ষা বডুয়া মেধা। ধাম্মা স্কুলের ছাত্র ছাত্রীদের পন্শ শীলপ্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন ভদন্ত আশিন জিনরক্ষিত মহাথের। ধর্মদেশনায় অংশগ্রহন করেন শরৎচন্দ্র বুড্ডিষ্ট সেন্টারের পরিচালক বিনয়শীল ও সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত রতনজ্যেতি মহাথের, নর্থ হলিউড, ক্যালিফোর্নিয়া।
দুপুর ১টায় ধাম্মাচাক্কা ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট মোনাস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টারের পরিচালক ফ্রা মহা নিরোধা ভিক্ষু (এম.ফিল) মহোদয়ের পরিচালনায় “বুদ্ধ জয়ন্তী ও নর্থ আমেরিকান বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুসংঘ সম্মেলন’ ২২’এ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন মন্ট্রিয়াল, কানাডা থেকে আগত নর্থ আমেরিকান বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু সংঘের আলোকিত ও উদীয়মান তরুন সাংঘিক ব্যক্তিত্ব মৈত্রীপ্রদীপ খ্যাত ভদন্ত আনন্দপ্রিয় থের। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রকৌশলী মি. আনন্দ চৌধুরী, টরেন্টো, কানাডা।
স্বাগত ও বরন সংগীত পরিবেশন করেন যথাক্রমে প্রয়াস কালচারাল ফোরাম, বোস্টনের সদস্য-সদস্যা বৃন্দ।
স্বাগত ভাষন প্রদান করেন ধাম্মাচাক্কা মেডিটেশন সেন্টার ও বোস্টন বাংলাদেশ বৌদ্ধ কমিউনিটির উদীয়মান সমাজ হিতৈষী ব্যক্তিত্ব সুমিত বডুয়া, বস্টন।
সংঘসম্মেলনের বিশেষ আকর্ষন মুলক জয়মঙ্গল অট্ঠগাথা পরিবেশন করে মাননীয় সংঘকে পূজা ও অর্ঘ্য নিবেদন করেন যথাক্রমে মিসেস তনুশ্রী, মালবিকা, রুপনা কেয়া, পৌলমী, পিপলু, রোজী, নিপা, ববি, তাপসী, সুপ্রীতি, রিমা, শান্তা সোমা, মৈত্রী ও তুর্ণা চৌধুরী প্রমুখ।
সভাপতির আসন অলংকৃত করেন ড. ভদন্ত লোকানন্দ মহাথের, প্রধান অতিথির আসন অলংকৃত করেন সেয়াড অভয়ালংকারা মহাথের, বিশেষ অতিথির আসন গ্রহন করেন পন্ডিত প্রজ্ঞাবংশ মহাথের, বিশিষ্ট বৌদ্ধ দার্শনিক ও পন্ডিত ভদন্ত ড. করুনানন্দ মহাথের, বিচিত্র ধর্মকথিক মহাপ্রভু ভদন্ত ধর্মানন্দ মহাথের।
সম্মানিত অতিথি হয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নরের পক্ষ থেকে State Rep. Dr. Paul Donato এবং Dr. Hai Van Ha কর্তৃক সমাজ সেবা ও বৌদ্ধধর্ম প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতি স্বরুপ State House of Massachusetts হতে সম্মাননা প্রদান করা হয় যথাক্রমে বিদর্শনাচার্য্য ভদন্ত অভয়ালংকারা মহাথের, ড. লোকানন্দ মহাথের, পন্ডিত প্রজ্ঞাবংশ মহাথের, বৌদ্ধ দার্শনিক ড. করুনানন্দ মহাথের, ফ্রা মহা নিরোধা ভিক্ষু (এম.ফিল.) ও মি. তপন চৌধুরীকে।
পন্চশীল প্রার্থনা করেন মি. দেবাশীষ বডুয়া,
স্বধর্মদেশনা ও আলোচনায় অংশগ্রহন করেন বৌদ্ধ দার্শনিক ড. করুনানন্দ মহাথের, সেয়াড অভয়ালংকারা মহাথের, পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, মহাপ্রভু ধর্মানন্দ মহাথের,
Dr. Hai Van Ha, Represent the United States to United Nation in Geneva, Switzerland, appointed by the President George W. Bush. এবং Dr. Paul Donato, Sate Rep. of Medford & Malden city.
মি. অংসাথোয়াই মার্মা, ড. মংসানু মার্মা, ও মি. তপন কুমার সিংহ।
সফলতার সাথে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন সম্পর্ন করায় মি. টুটুল বডুয়া ও প্রকৌশলী মি. উজ্জ্বল বড়ুয়ার সার্বিক তত্বাবধানে ধাম্মাচাক্কা বুড্ডিষ্ট মোনাষ্ট্রি এন্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে মি. সৌমিত, মি. কৌশিক, মি. তন্ময়, মিসেস ত্বন্নী, মিস. ডিনা, মি. কৌশিক বডুয়া, ক্যামব্রিজ, মিস. ঈষা, মিস. ঐশী বডুয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে সেন্টারের দায়ক-দায়িকা ও সংঘ সম্মেলনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু দ্বাদশ সংঘরাজ কর্তৃক শাসনজ্যোতি অভিধায় ভূষিত মি. তপন চৌধুরী।
তিনি বোস্টনস্থ বাংলাদেশ কমিউনিটির সবাইকে শুভ বুদ্ধ জয়ন্তীর ও সংঘসম্মেলনের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, “আমরা পাশ্চাত্য দেশে থাকলেও মহামতি বুদ্ধের জীবনাদর্শনকে ভুলিনি। তাই শত ব্যস্ততা ও করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে নর্থ আমেরিকার পূজনীয় ভিক্ষুসংঘকে একত্রিত করতে পেরে আমি নিজেকে খুবই গর্ববোধ ও আনন্দানুভব করছি।”
মি. চৌধুরী নর্থ আমেরিকার বাংলাদেশী বৌদ্ধদের ভবিষ্যত প্রজন্ম বিশেষ করে ইয়াং জেনারেশন যেন স্বকীয় ঐতিহ্যকে ভিত্তি করে বৌদ্ধিক জীবনাদর্শনে জীবন গঠন করেন সেই ব্যাপারে গুরুত্বারোপ করার জন্য পূজনীয় ভিক্ষুসংঘের প্রতি বিশেষ অনুরোধ জ্ঞাপন করেন। মাননীয় ভিক্ষু সংঘের একতাবদ্ধতায় ও বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষু সংঘের সর্বোচ্চ সংগঠণ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মতন আলাদা আলাদা সাংঘিক সংগঠন না করে দল কুল নিকায়ের উর্ধে উঠে নর্থ আমেরিকার বাংলা ভাষা ভাষী সহ চাকমা মার্মা রাখাইন সহ বাংলাদেশী জন্মজাত সকল বৌদ্ধ ভিক্ষু সন্তানকে একতা বদ্ধ হওয়ার বিনীত প্রার্থনা করেন। এবং এ ব্যাপারে যদি আর্থিক কায়িক বাচনিক ও মানসিক ভাবে কোন সাহায্য সহযোগীতায় প্রয়োজন হয় দুহস্ত প্রসারিত করবেন বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ আসিন জিন রক্ষিত মহাথেরোর তত্বাবধানে সদ্যপ্রয়াত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ ও দেবপাহাডস্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রতিষ্ঠাতা অনাথপিতা ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর নৈর্বানিক সুখ কামনায় (সম্পর্কে মি. চৌধুরীর জেঠাত দাদা) ও যুক্তরাষ্ট্রের মহামান্য প্রেসিডেন্ট মি. জো বাইডেনের নীরোগ দীর্ঘায়ু কামনায় পূন্যদান ও বিশ্বশান্তি কামনা করে সংঘসম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।
সংঘসম্মেলনের বিশেষ আকর্ষনঃ
৪ঠা জুন ২০২২ইং শনিবার রাত ৯ঃ৪৫মিঃ হোটেল হলিডে ইন এক্সপ্রেসে ড. লোকানন্দ মহাথেরোকে প্রধান আহ্বায়ক ও পন্ডিত প্রজ্ঞাবংশ মহাথের, বিশিষ্ট দার্শনিক ড. করুনানন্দ মহাথের, মহাপ্রভু ভদন্ত ধর্মানন্দ মহাথের, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ন বৌদ্ধ পন্ডিত ড. শরনাপালা মহাথেরোকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যাহা পাশ্চাত্যে দেশে বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের প্রথম সাংঘ কাউন্সিল গঠনের প্রথম পদক্ষেপ।
সন্ধ্যা ৬ঘটিকায় মি.জুয়েল ও মিসেস নিপা বডুয়ার সার্বিক তত্বাবধানে প্রয়াস সাংস্কৃতিক ফোরামের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যর আয়োজন করা হয়।
Leave a Reply