চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে শাসনানন্দ বড়ুয়া রুপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিধি মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে শাসনানন্দ বড়ুয়া রুপন।
বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরোর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মি. রুপন বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ও ২০০৪ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর লাভ করেন।
তিনি ২০০৯ সালে চট্টগ্রামস্থ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেন।
২০১২ সালের ১৭ই ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
২০১৫ সালে তিনি এম.ফিল ডিগ্রি অর্জন করেন এবং ঐ বছরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
এবং এবছর ৫ইমার্চ ২০২২ সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
আজ ১১ এপ্রিল ২০২২ উক্ত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে চকরিয়া উপজেলাধীন মানিকপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শিক্ষক বোধিরঞ্জন বড়ুয়া ও মাতার নাম মঞ্জু বড়ুয়া।
Leave a Reply