আক্রান্ত
০
ভদন্ত কে . শাসনপ্রিয় মহাথেরো’র পরলোকগমন
রাঙ্গুনীয়ার কোকানিয়া গ্রামের জন্মজাত রাঙ্গুনীয়া শিক্ষা পরিষদের মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতিক সচিব, পাট্টালীকুল আনন্দরাম বিহারের বিহারাধ্যক্ষ, বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রাক্তন শিক্ষার্থী, সাংগঠনিক ব্যাক্তিত্ব সু-কন্ঠের অধিকারী ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো আজ আনুমানিক বিকাল ৩.৩৫ মিনিটে পরলোক গমন করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত ছিল। সকলের সহযোগিতায় ভারতের চেন্নাই হতে চিকিৎসা নিয়ে ডায়োলিস করে বাঁচার নিরন্তর প্রয়াস করার পরও সম্ভাবনাময় প্রতিভাবান সংঘ সদস্যকে বাঁচাতে পারলাম না। সর্বশেষ একটি কিডনী সংযোজনের প্রক্রিয়াও ব্যর্থ হই।
আজ ডায়োলসিস করার সময় চট্টগ্রামের এক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
Leave a Reply