আক্রান্ত
০
সমাজ সেবায় একুশে পদকে মনোনীত হলেন মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার’র অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় “সমাজ সেবায় একুশে পদক” প্রাপ্তিতে মনোনীত হলেন।
মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ সব সময় সু্স্থতা কামনায় পুণ্যদান করছি।
Leave a Reply