আক্রান্ত
০
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ, দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কর্মবীর, অনাথপিতা,শাসনালংকার ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবিরের মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
পুণ্যদানে পূজ্য ভান্তের পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করছি।আজীবন তিনি বুদ্ধ শাসনের হিতে কাজ করে গেছেেন। মুকুটনাইট ধাতুচৈত্য বিহারে অবস্থানকালীন পূর্ণাচার শিশুমঙ্গল অনাথ আশ্রম প্রতিষ্ঠা করে বহু দরিদ্র অনাথ শিশুকে প্রতিষ্ঠালাভের সুযোগ করে দিয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠিত পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ( দেবপাহাড়) অবস্থান করে বহু ভিক্ষু শ্রাামন দেশ- বিদেশে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন। তাঁর মতো সমাজ দরদী, শাসন দরদী বৌদ্ধ ভিক্ষু বর্তমান সময়ে বড়ই দূর্লভ। তাঁর প্রয়াণে বৌদ্ধ সমাজ এবং বুদ্ধ শাসনের পরম ক্ষতি সাধিত হলো।
Leave a Reply