রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন ড. কাঞ্চন চাকমা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদে নিয়োগ দিয়ে রবিবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাঙ্গামাটির সন্তান কাঞ্চন চাকমা বান্দরবন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউকুলার বায়োলজি বিভাগে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ৫ (পাঁচ) বছর কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁরই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। দেশে বিদেশে জার্নালে তার বেশকিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
ড.কাঞ্চন চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়িতে জন্মগ্রহণ করেন।
Leave a Reply