নতুন ধারাবাহিক ‘জলতরঙ্গ’ বিটিভি চট্টগ্রামের পর্দায় এসেছে প্রায় ৬ মাস।নাটকটি চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামের গরিব স্কুল মাস্টারের মেয়ে মায়ার সংসারে টিকে থাকার লড়াইয়ের গল্পের উপর নির্মিত। এরই মধ্যে দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নাটকটি।
কুন্তল বড়ুয়া নাটকটিতে করিম মির্জার চরিত্রে অভিনয় করছেন;তিনি এই প্রসঙ্গে বলেন চরিত্রটি’র জন্য অভিনয় করতে পরিচালক অরিন্দম আমাকে প্রস্তাব দিলে, তাঁকে বলি “ভীষণ জটিল ধাঁধায় ফেলে দিলে আমাকে, শেষে রাজি হই।” সাধারণত অভিনয় করা হয় না আমার। কুন্তল বড়ুয়া চরিত্রটি সংক্ষেপে ফুটিয়ে তুলে বলেন- করিম মির্জা আরিনের বাবা,চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রথম সারির জাহাজ ব্যবসায়ী। অত্যন্ত দাম্ভিক ও কুটিল মানুষ।হঠাৎ বড়লোক হয়ে যাওয়া।

কুন্তল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক, সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় ও পরিচিত মুখ। এ পর্যন্ত তিনি ২০ টির মতো নাটক নির্দেশনা দিয়েছেন১৯৯৪ সালে ভারতের রবীন্দ্রভারতী ছাত্র সংসদ কর্তৃক শ্রেষ্ঠ নির্দেশক,১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় ১০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ নির্দেশক ও শ্রেষ্ট প্রযোজনার সম্মান লাভ করেন। ২০১৩ সালে বাংলাদেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’-এর ৪০ বছর পূর্তিতে বাংলাদেশের ২০ জন শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে পুরস্কৃত হন।এছাড়া ও আরও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন বরেণ্য এই নির্দেশক।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরা মুনির হেলাল, সাবরিনা সুলতানা, সাইফুল আলম বাবু, মোহাম্মদ আলি টিটু, নাজমা আক্তার, কঙ্কন দাশ, বাপ্পি হায়দার, শেখ আনিস মঞ্জুর সেন্টু, ফৌজিয়া নিজাম তামান্না, জিল্লুর হাসান, সুচরিত খোকন,পংকজ বৈদ্য সুজন, এমএ রহিম, রুপায়ন বড়ুয়া, মাহাবুবুল ইসলাম রাজিব, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইউনুস আলী, পলি চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মো. মিখাইল রফিক, আলী, প্রান্ত শর্মা, জয়নাল আবেদিন, সালমান চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, নাছরিন হীরা, সিমলা প্রমুখ। শ্যামল ভাদুড়ী রচিত নাটকটি প্রয়োজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু।
বিশেষ সহযোগিতায় রয়েছেন দেওয়ান বাচ্চু, চিত্রগ্রহণে রায়হান ও আলো প্রক্ষেপণে বশির।
সার্বিক তত্বাবধায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য ও অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন শাহরিয়ার হাসান ও রোমানা শারমিন।
সপ্তাহে চারদিন তথা প্রতি শুক্রবার, শনিবার, রোববার ও সোমবার রাত ৯:০০ টায় প্রচার হচ্ছে।
Leave a Reply