প্রতিবেদক-সত্যলংকার ভিক্ষু, ফটিকছড়ি উপজেলাস্থ মধ্যম নানুপুর আনন্দধাম বিহারে শ্রদ্ধাবান উপাসক, সাদা মনের মানুষ বাবু নিরঞ্জন বড়ুয়া ২জানুয়ারি ২০২২ ইংরেজি, রবিবার মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছে ৮৫ বছর তিনি তিন পুত্র ও চার কণ্যা সন্তানের জনক।
মাননীয় উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথেরো’র সভাপ্রতিত্বে মধ্যম নানুপুর আনন্দধাম বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনিত্যসভায় উপস্থিত ছিলেন ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো, ভদন্ত সুমনতিষ্য মহাথেরো, ভদন্ত বিয়শ্রী মহাথেরো, ভদন্ত এল ধর্মরত্ন মহাথেরো, ভদন্ত স্থবির এম ধর্মবোধি, ভদন্ত জ্যোতিশাত্য থেরো প্রমূখ।
অনিত্য সভায় দায়কগণ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন প্রয়াত নিরঞ্জন বড়ুয়া এক জন নিসার্থ সমাজকর্মী ছিলেন, তিনি ধর্মের কল্যানে নিরবে কাজ করতেন, সমাজ একজন ভালো মানুষ হরিয়েছে।
সর্বশেষ প্রায়াতের কনিষ্ঠ সন্তান সদ্ধর্মধ্বজ শ্রদ্ধালংকার মহাস্থবির’র জাতীয় অন্তোষ্টিক্রায়া অনুষ্ঠানের প্রচার সম্পাদক এবং নানুপুর আনন্দধাম বিহারের সহ-সম্পাদক বাবু রনজিৎ বড়ুয়া পরিবারের পক্ষে মহান সংঘ, গ্রামবাসি ও বিভিন্নস্থান থেকে যারা তার পিতাকে পুণ্যদান করতে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
৬ জানুয়ারি ২০২২ ইংরেজি, বৃহস্পতিবার ভদন্ত সুমনতিষ্য মহাথেরো’র সভাপ্রতিত্বে অষ্টপরিস্কারদান, সংঘদান ও জ্ঞাতীভোজনের আয়োজন করা হয় এতে প্রধান জ্ঞাতী আসন গ্রহন করে ভদন্ত এল ধর্মরত্ন মহাথের, প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন স্থবির এম ধর্মবোধি, যথাক্রমে উপস্থিত ছিলেন ভদন্ত জ্যোতিশাক্য স্থবির, ভদন্ত শীলজ্যোতি স্থবির, ভদন্ত বিনশ্রী স্থবির, ভদন্ত সুমনলংকার ভিক্ষু, ভদন্ত সত্যপাল ভিক্ষু, ভদন্ত সত্যলংকার ভিক্ষু প্রমূখ দায়ক-দায়িকা সংঘ।
Leave a Reply