ভদন্ত কল্যাণমিত্র থের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
আজ ৩রা ডিসেম্বর ২০২১ শুক্রবার পটিয়া থানাধীন ঐতিহ্যবাহী করল গ্রামে পূজনীয় ধুতাঙ্গ সাধক শ্মশানে অবস্থানকারী ভদন্ত কল্যাণ মিত্র থের এর অন্তোষ্টিক্রিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সুসম্পন্ন হয়। বিভিন্ন মন্দির থেকে আগত প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগন উক্ত সভায় উপস্থিত থেকে ধর্মালোচনা ও আশীর্বাদ প্রদান করেন।
দিনব্যাপী অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন গ্রাম থেকে বৌদ্ধ নরনারী উপস্থিত হয়ে সার্বিক সহযোগীতা সহ অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করেছেন তজ্জন্য গ্রামবাসী ও উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আধুনিক ও ডিজিটাল পটিয়ার রুপকার, জাতীয় সংসদের সন্মানিত হুইপ শামসুল হক এম পি উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তৎজন্য মাননীয় এম পি মহোদয়কে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুব নেতা বাবু অনুকর বড়ুয়া ও বিশিষ্ট কীর্তনীয়া বাবু নয়ন বড়ুয়া।
জ্ঞান অন্বেষণ এর সকল নিউজ পেতে এই লিঙ্ক ব্যবহার করুন
https://www.facebook.com/gyan.onneshon.94
Leave a Reply