সংস্কারর সমূহ অনিত্য
প্রতিবেদক- এম ধর্মবোধি স্থবিরঃ- টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের অধ্যক্ষ, হেমিলন্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা, শিলিগুলি বুদ্ধ ভারতির অধ্যক্ষ, পুণ্যজ্যোতি ওয়েলফেয়ার মিশন এর প্রতিষ্ঠাতা, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সাধারন সম্পাদক শ্রদ্ধেয় ভদন্ত ড. অরুণজ্যোতি মহাথেরো মহোদয়ের গর্ভধারিণী মমতাময়ী মাতা পুণ্যশীলা ধার্মীক উপাসিকা যিনি আমাকে ভিক্ষুপুত্রসম মাতৃমমতায় ভালোবাসতেন শ্রদ্ধা করতেন শ্রীমতী অমিয়া বালা বড়ুয়া আজ ভোর ৫টায় সজ্ঞানে ভান্তের কোলে মাথা রেখে পরলোক যাত্রা করেন।
আমরা উপাসিকা সংঘমাতা প্রয়াতা অমিয় বালা বড়ুয়ার পার্রলৌকিক সৎগতি কামনায় পুণ্যরাশি দান করছি।
আজ দুপুর ২টায় টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার প্রঙ্গণে উপাসিকার অনিত্য সভা অনুষ্ঠিত হবে। উপাসিকা অমিয় বালা বড়ুয়া’র ব্যক্তি জীবনে দুই পুত্রসন্তানসহ অসংখ্য আত্নীয় পরিজন রেখেগেছেন।
প্রয়াতার সন্তান ডক্টর অরুনজ্যোতি মহাথেরো বর্তমান সময়ে উদয়মান আলোকৃত সংঘপুরুধা তিনি একাধারে লিখক, সাংঘঠনিক ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক, ধর্মদেশক এবং রাজনৈতিক, অরাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত এক জন গুণিব্যক্তি।
Leave a Reply