সপ্তাহ খানেক পরই অলিম্পিকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে নামবে ব্রাজিল। মর্যাদার আসরে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালো মতোই সেরে নিলো ব্রাজিলের অলিম্পিক দল।
অলিম্পিকে সাধারণত অনূর্ধ-২৩ দল অংশ নেয়। তবে কোন দল চাইলে ২৩ বছরের বেশি বয়সী ৩ জন ফুটবলারকে দলে রাখতে পারে। সে কথা মাথায় রেখেই দানি আলভেজের মতো তারকাকে দলে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল।
অলিম্পিকের আসরে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। যদিও ম্যাচে দুইবার পিছিয়েই পড়েছিলো সেলেকাওরা। ২১তম মিনিটে আব্দেললা এল নাকবির গোলে এগিয়ে যায় আরব আমিরাত। ৪৪তম মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান দিয়েগো কার্লোস।
এরপর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে আবারও গোল হজম করে পিছিয়ে পড়ে সদ্যই কোপার শিরোপা হারানো ব্রাজিল। ম্যাচ যখন ব্রাজিলের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা ঠিক তখনই ঘুরে দাঁড়ায় সেলেকাওরা।
শেষ ১২ মিনিটে ৪ বার বল জালে জড়িয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিলের অনূর্ধ-২৩ দল। ব্রাজিলের পক্ষে জোড়া গোল করেন ম্যাথিয়াস কুনহা। এছাড়া একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং রেনিয়ের জেসুস।
অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২২ জুলাই জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৫ তারিখ আইভরি কোস্ট এবং তার দুই দিন পর ২৮ তারিখ গ্ৰুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে সেলেকাওদের অলিম্পিক দল।
Leave a Reply