যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও সংবর্ধনা
গত ২৩/০৫/২০২১ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ক্যালিফুনির্য়া বাংলাদেশী বৌদ্ধদের ৩য় সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য উপ-সংঘরাজ শাসনস্তম্ভ উপাধি ও একাধিক স্বার্ণপদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন , মানবতাবাদী, শাসনসদ্ধর্ম ও সমাজদরদী, মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ, ধর্মপ্রিয় মহাথের মহোদয়, আমেরিকায় আগমন উপলক্ষে ক্যালিফুনির্য়া বৌদ্ধ যুব পরিষদ কর্তৃক আয়োজিত ত্রি-স্মৃতি বিজড়িত অান্তর্জাতিক ভৈশাখ ডে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন এবং সংর্বধনা আয়োজন করা হয় সাইটোলজি অটেরিয়ামে।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ক্যালিফুনির্য়া অবস্থানরত পন্ডিত প্রজ্ঞাবংশ মহাথের, ড. লোকানন্দ সি ভিক্ষু, ড. করুনানন্দ মহাথের, রতনজ্যোতি মহাথের, বিপুলানন্দ ভিক্ষু ও সফর সঙ্গী সুমনোপ্রিয় ভিক্ষু।
সংবর্ধিত প্রধান অতিথি সিহাবে মহামান্য উপ- সংঘরাজ ভান্তে এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বর্বধনে করেন ক্যালিফুনির্য়া অবস্থানরত রাউজান গ্রামের নিবাসী বাবু অশিতি বড়ুয়া মহোদয়, অনুষ্ঠান সঞ্চালানা করেন সুপর্ণা বড়ুয়া।
তাছাড়াও এখানে উল্লেখ্য যে, ২৯ মে লংবীজ সম্বোধি বুদ্ধ বিহার ও ক্যালিফুনির্য়া বুড্ডিস মেটিটেশন সেন্টারের ০৬ জুন বুদ্ধ পুণির্মা উদযাপন ও সংবর্ধনা প্রদান করেন। আগামী ১৩ থেকে ২৭ জুন পযর্ন্ত আমেরিকার বিভিন্ন প্রদেশ সফর করেন।
Leave a Reply