ধার্মীক উপাসক প্রয়াত সুদর্শন বড়ুয়া’র অনিত্য সভা সম্পান্ন
প্রতিবেদকঃ- এম ধর্মবোধি থেরো, ফটিকছড়ি উপজেলাধীন, নানুপুর আনন্দধাম বিহারের বিশিষ্ট উপাসক,দানশীল ব্যক্তি, সমাজ হিতৈষী ব্যক্তিত্ব, সংঘরাজ শীলালংকার রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশনের ট্রাস্টি, অনেক কল্যানকর সমাজীক কর্মের উত্তোরাধীকারি প্রয়াত বাবু সুদর্শন বড়ুয়ার অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন মহামান্য উপঃসংঘরাজ ড. শীলানন্দ মহাথেরো, প্রধান অতিথি ভদন্ত শাসনানন্দ মহাথেরো, প্রধান ধর্মদেশক ভদন্ত মৈত্রিপ্রিয় মহাথেরো, বিশেষ অতিথিবৃন্দ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো, ভদন্ত সুমতিষ্য মহাথেরো, ভদন্ত দীপানন্দ মহাথেরো, ভদন্ত শাসনশ্রী মহাথেরো, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো,ড.দেবপ্রিয় মহাথেরো, এম ধর্মবোধি থেরো, ভদন্ত বিজয়ানন্দ থেরো, নানুপুর গ্রামে জম্মজাত ভদন্ত মেত্তাবিহারি ভিক্ষু, ভদন্ত লোকশ্রী থেরো, ভদন্ত জ্যোতিশাক্য থেরো, ভদন্ত বুদ্ধপাল থেরোসহ অর্ধশতাধীক ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
পারিবারিক ব্যানার
প্রয়াত উপাসক সুদর্শন বড়ুয়া’র ছোট্ট সংসার জীবনে স্রী অনিমা বড়ুয়া আগেই প্রায়াত হয়েছেন এক ছেলে রনজিৎ বিকাশ বড়ুয়া বর্তমানে আমেরিকা অবস্থান করছেন পিতার অসুস্থতার খবর শুনে বর্তমানে দেশে অবস্থান করছেন এক কণ্যা রিতা বড়ুয়া মিরসরাই উপজেলাস্থ দমদমা গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছেন।
অনিত্য সভায় উপস্থিত উপাসক-উপাসিকা বৃন্দ
আগামি ৩১শে মে ২০২১ ইংরেজি সোমবার প্রয়াত সুদর্শন বড়ুয়ার পারোলৌকিক সৎগতি কামনায় প্রয়াতের পরিবার কর্তৃক অষ্টপরিস্কারদান ও সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভিক্ষু সংঘ ও আত্নীয়দের পরিবার পক্ষ থেকে পুত্র রনজিৎ বড়ুয়া উপস্থিত থাকার জন্য আর্হবান করেছেন।
Leave a Reply