আক্রান্ত
২,০৩৭,৫৮৮
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আলোকিত সুব্রত বড়ুয়া রনির মৃত্যুতে গভীর শোক ও পুণ্যদান।
ড.জিনবোধি মহাথেরোঃ– মৃত্যু মানব জীবনের শেষ পরিণতি। কিছু মানুষের মৃত্যু অত্যন্ত শোকাবহ ও স্মৃতিবহ হয়ে উঠে যা গর্বিত ইতিহাসে রূপ লাভ করে।প্রয়াত রনি বড়ুয়া চট্টগ্রাম চারুকলা কলেজের প্রথম ব্যাচের ছাত্র এবং সৃজনশীল মেধা ও বহুমুখী প্রতিভার একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন। মননশীল চিন্তা-চেতনা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তাঁর সম্পৃক্ততা ছিল প্রশংসনীয়।
তিঁনি মুক্ত সংস্কৃতিচর্চার অনন্য প্রিয়ভাজন পুরোধা ছিলেন। বঙ্গীয় বৌদ্ধ সমাজ তাঁর মতো নীরব সাংগঠনিক ব্যক্তিত্ব খুব কম দেখা যায়। নীরব সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারিয়ে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তাঁর পারলৌকিক শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply