দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি বৌদ্ধ মন্দিরে গত ২৯ মার্চ কয়েক হাজার ডলার অনুদানের অর্থ চুরি হয়েছে বলে জানিয়েছে কেএনবিসি।
লা পুয়েন্তে, লঙ্কারামা বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা হাজার হাজার ডলার অনুদান চুরি হয়ে যাওয়ার পরে স্থানীয় পুলিশ স্টেশনে একটি রিপোর্ট দায়ের করে। ভান্তে সুমিত্তা কেএনবিসি-কে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে একটি সংঘবদ্ধ দল কাজটি করে থাকতে পারে যারা সম্প্রতি তাদের অসুস্থ ঠাকুরমার জন্য মন্ত্রজপ করাতে বিহারে এসেছিলেন। তাদের মধ্য থেকে কয়েকজন ভিক্ষুদের সামনে বসে আর কয়েকজন ভিতরে ঘুরে ঘুরে দেখছিল।
আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল ভিক্ষুদের ধোকা দিয়ে মূল্যবান জিনিসপত্র অনুসন্ধান করা। যখন দলটি চলে গেল, ভিক্ষুরা বুঝতে পারলেন যে তাদের সুরক্ষিত দান বক্সটি আর নাই। সুমিত্তা ভান্তে আরো বলেন চুরির ঘটনাটি সুপরিকল্পিত বলে মনে হয়েছে।
লা পুয়েন্তে, লঙ্কারামা বৌদ্ধ মন্দিরের ঘটনা ছাড়াও একই মাসে একটি দল অনুরূপ অনুরোধ নিয়ে সান বার্নার্ডিনো বৌদ্ধ বিহারে গিয়েছিল।
সন্ন্যাসীরা মন্ত্রপাঠ করতে গেলে ঐ দলের একজন মহিলা মন্দিরের ভিতরের একটি দরজা খোলার চেষ্টা করছিল এবং অন্য এক মহিলা বড় বাক্সটি নিতে জোর চেষ্টা করছিল যা বিহারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। একজন বৌদ্ধ ভিক্ষু জানিয়েছেন, এই দলটি হাজার হাজার ডলারের অনুদান সহ সুরক্ষিত দানবক্সটি চুরি করে নিয়ে গেছে। স্থানীয় পুলিশ পাড়িতে জানতে চাইলে তারা বলে সপ্তাহান্তে মন্দির চুরির বিষয়ে একটি প্রতিবেদন তারা পেয়েছিল।
Leave a Reply