প্রয়াণগত স্বদ্ধর্মধ্বজ পন্ডিত শ্রদ্ধালংকার মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত
নিউজ এম ধর্মবোধি থেরো বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সম্মানিত উপদেষ্টা, বৃহত্তর ফটিকছড়ি অঞ্চলের আঞ্চলিক সংঘপ্রধান, ফটিকছড়ি দক্ষিণ-রাউজান উত্তর অষ্টগ্রাম ভিক্ষু সমিতির মাননীয় সভাপতি, মানিকছড়ি প্রজ্ঞাভূমি শান্তপদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বহু প্রতিষ্ঠান ও সংগঠনের নিরব দাতা ও রূপকার, ত্রিপিটক বিশারদ, আবাল্য ব্রহ্মচারী ও পরিশুদ্ধ শীলের অধিকারী, পন্ডিত প্রয়ানগত শান্তপদ মহাথেরো মহোদয়ের প্রিয় শিষ্য, বহু গ্রন্থ প্রণেতা পরম কল্যাণমিত্র, নানুপুর গৌতম বিহার ও পালি (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ, সর্বজন পূজ্য, থেরবাদ বুদ্ধ ধর্ম প্রচারে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক “স্বদ্ধর্মধ্বজ” উপাধিতে বিভুষিত প্রয়াণগত শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরো মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ২২-২৩ এপ্রিল ২০২১ ইংরেজি, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
হঠাৎ করে মরণব্যাধি করোনা ভাইরাস বৃদ্ধি হওয়ায় জনজীবন থমকে গেছে তার জন্য প্রয়াণগত শ্রদ্ধালংকার মহাথেরো মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্ যাপন পরিষদ ৫-৪-২০২১ ইংরেজি জরুলী সভা আহর্বান করে বর্তমান পরিস্থিতি কারনে প্রয়াণগত শ্রদ্ধালংকার মহাথেরো মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্ যাপন স্থগিত করা হয়।
পরবর্তীতে সঠিক তারিখ ঠিক করে ভক্ত মন্ডলীদের জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply