আক্রান্ত
০
বঙ্গীয় বৌদ্ধ জগতের আলোকবর্তিকা, ত্রিপিটক বঙ্গানুবাদের অগ্রপথিক, ত্রিপিটক কোবিদ,অগ্রমহাপণ্ডিত, পণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির ও পণ্ডিত কর্মযোগী প্রজ্ঞানন্দ মহাস্থবিরের বংশধর, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, লেখক,সংগঠক, বাবু জিনাংশু বড়ুয়ার সহধর্মিণী অত্যন্ত ধর্মপরায়ণা, সদ্ধর্মসেবিকা মিসেস রাখি বড়ুয়া গতরাতে আকস্মিক ভাবে প্রয়াণ করেছেন।
পুণ্যদানে উপাসিকার পারলৌকিক সদগতি কামনা করছি। আজ দুপুর দুইটায় বায়েজিদ থানাধীন শান্তিকুঞ্জ বিহারে তাঁর শেষকৃত্যানুষ্টানে ধর্মীয় কার্য সম্পাদনের পর চান্দগাঁও মহাশ্মশানে দাহকার্য সম্পন্ন করা হবে।
সকল শুভানুধ্যায়ী আত্মীয়, জ্ঞাতীবর্গকে বায়েজিদ শান্তিকুঞ্জ বিহারে অনুষ্ঠিতব্য সভায় যোগদানের জন্য জিনাংশু বাবুর পক্ষ থেকে আহর্বান জানাচ্ছি।
Leave a Reply