মুক্তিযোদ্ধা জ্যোতিমিত্র ভিক্ষুর অষ্টউপকরণসহ সংঘদান সম্পন্ন
রাঙ্গুনিয়া থানাধীন ঐতিহ্যবাহী বেতাগী গ্রামের জন্মজাত প্রবীণ ভিক্ষু, বেতাগী বৌদ্ধ বনাশ্রম এর অন্যতম সেবক, বেতাগী বনাশ্রম ভাবনা কুঠিরের রূপকার, বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের প্রাক্তন সভাপতি, প্রয়াত রমণী মোহন বড়ুয়া-প্রয়াতা সুকৃতি বালা বড়ুয়া’র পুত্র ও ভূমি সহকারী কর্মকর্তা চট্টগ্রাম প্রশাসন বিমান বড়ুয়া’র ব্রহ্মতুল্য পিতা মুক্তিযোদ্ধা জ্যোতিমিত্র ভিক্ষুর সাপ্তাহিক ক্রিয়া, অষ্টউপকরণসহ মহাসংঘদান ২৩ জানুয়ারি দুপুরে সম্পন্ন হয়। মহাসংঘদানে সভাপতিত্ব করেন রাউজান বিমলানন্দ বিহারের পূজনীয় অধ্যক্ষ উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাস্থবির। আশির্বাদক ছিলেন জৈষ্ঠ্যপুরা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপবিহারাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব বিপুলসেন মহাথেরো।
উদ্বোধক ও সঞ্চালনায় ছিলেন বেতাগী সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহানাম ভিক্ষু। বিশেষ ধর্মদেশক ছিলেন তেকোটা বিহারের অধ্যক্ষ শরণসেন মহাথেরো, বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ইদ্ধিপ্রাঞঞা মহাথেরো, শ্রীপুর আমুচিয়া সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ শুভানন্দ থেরো। কবিতার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তব্য রাখেন ব্যাংকার ধীমান বড়ুয়া। স্মৃতিচারণ করেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, ভদন্ত ধর্মপাল মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমপ্রিয় থেরো, ভদন্ত উত্তমানন্দ থেরো, সার্বজনীন রত্নাংকুর বিহারের সভাপতি কমল বরণ বড়ুয়া, প্রমোতোষ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন শ্বৈলেশ্বর বড়ুয়া। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করে অনুষ্ঠামালার সূচনা করেন করোনা টিভি’র পরিচালক ও সম্পাদক ভদন্ত প্রিয়পাল ভিক্ষু। পরিবারের পক্ষ থেকে পুত্রগণ প্রয়াত পিতা জ্যোতিমিত্র ভিক্ষুর পারলৌকিক নির্বাণ সুখ-শান্তি এবং গর্ভধারিণী মাতার নিরোগ-দীর্ঘায়ু কামনায় সংঘরাজ ভিক্ষু মহামন্ডল চিকিৎসা তহবিলে নগদ ৫০ হাজার টাকা সংগঠনের মহাসচিব বিপুলসেন থেরোর হাতে হস্তান্তর করা হয়।
মহাসংঘদান অনুষ্ঠানে ৮৫ জনের অধিক পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন এবং অসংখ্য জ্ঞাতী-স্বজনকে মধ্যহ্নভোজন করানো হয়। সংঘদান শেষে প্রয়াত জ্যোতিমিত্র ভিক্ষুর পারলৌকিক নির্বাণ সুখ-শান্তি কামনায় জল ঢেলে সকলে পুণ্যদান করেন।
Way cool! Some very valid points! I appreciate you penning this post and also the rest of the website is also very good.