আর্য শব্দের অর্থ বৌদ্ধ ধর্ম মতে ভিন্ন ভাবেও ব্যাখ্যা করা যেতে পারে
লিখছেনঃ- স্থবির এম ধর্মবোধি
অধ্যক্ষ, ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, ফটিকছড়ি, চট্টগ্রাম।
নির্বান লাভের জন্য ভগবান বুদ্ধ চারটি পুগ্গলের কথা নির্দেশে বলে গেছেন। সোতাপর্ত্তিমাগ্গ, সকৃতাগাম্মিমাগ্গ, অনাগামিমাগ্গ এবং অরহৎমাগ্গ।
যিনি বুদ্ধশাসনরুপ স্রোতে প্রবেশ করার অর্থকে স্রোতাপত্তিমাগ বলে, যিনি ধর্মশ্রাবন করে এবং তাহাতে অঠল অচল শ্রদ্ধায় নিজে উত্তম চিত্তে প্রসন্ন করে তাহার সাহায্যে নির্বান সমুদ্রে অগ্রসর হবেন তিনিই স্রোতাপন্ন। স্রোতাপন্ন পুগ্গলগন সাতবার জম্ম গ্রহন করার পর কর্মপাশমুক্ত হয়ে নির্বান লাভ করেন।
সকৃদাগামি পুগ্গলগন শুদু মাত্র একবার জম্মধারন করেন। অনাগামি পুগ্গল কাম (মনিষ্য ও দেবকুল) লোকে জম্মধারন করেন না। ব্রম্মলোকে গমন করে সেইখান থেকে তিনি নির্বান লাভ করেন।
অরহৎপুগ্গলগন এই জম্মে তৃষ্ণামুক্ত হয়ে নির্বান উপলদ্ধি করেন। এই চার পুগ্গল শুরুতে মার্গ লাভ করে করেন এবং পরে তার ফল লাভ করেন। আট শ্রেনীতে ভাগ করা হয়েছে মার্গলাভ ও ফলকে, এদের অষ্ট আর্যপুগ্গল বলা হয়।
বুদ্ধ এই আটপুগ্গলকে আর্যপুগ্গল বলেন। এই জন্য বুদ্ধ তাদে আর্যপুগ্গল বলেছেন তাদের মুক্তির পথ নিদির্ষ্ট এবং তাদের উৎর্ত্থান ও পতন নাই, তারা নির্বাপিত জম্ম মৃত্যুর উদ্ধে চলেগেছেন নির্বান মার্গে।
কিন্তু পৃথক জনের ক্রটি-বিচ্যুতি পদে পদে আছে তাই তাদের মুক্তিরপথ নির্দিষ্ট করা যায় না, তারা একত্রিশ লোকভূমিতে ঘুরতে থাকবে।
Leave a Reply