ভদন্ত শীলানন্দ মহাথেরো মহোদয়ের মহাথেরো বরণ উপলক্ষে আমাদের শ্রদ্ধাভিনন্দন
============================
ভদন্ত শীলানন্দ মহাথেরো গৌরবদীপ্ত একটি নাম, একটি মহান আদর্শ, দৃষ্টান্ত মূলক নিবেদিতপ্রাণ একজন শাক্য সিংহের পুত্র। তিনি চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম প্রচার- প্রসারের অন্যতম সংঘ পুরোধা, সমাজ সংস্কার আন্দোলনের নিরব কর্মী, প্রচার বিমুখ শাসন সদ্ধর্মের দরদী। থেরবাদ আদর্শের আলোকে মশাল ধারণ করে অন্ধ কু-সংস্কারাচ্ছন্ন সমাজকে সদ্ধর্মের দীপ শিখা প্রজ্জ্বলন করার ক্ষেত্রে যে কয়েকজন আত্মত্যাগী সাংঘিক এর মধ্যে তিনিও অন্যতম পথিকৃৎ।
প্রত্যন্ত অঞ্চলে বসবাস রত অনগ্রসর, সদ্ধর্ম আলো বঞ্চিত মানুষের মাঝে ছিল তাঁর ধর্মাভিযান। তাঁর অক্লান্ত ত্যাগ তীতিক্ষা, কঠোর পরিশ্রম ও নিরবচ্ছিন্ন ধর্মাভিযান সস্নাত হয়ে কু-সংস্কারাচ্ছন্ন সমাজ নতুন করে জাগ্রত হয়ে ধর্মীয় অনুভূতিতে, তাঁর ফলশ্রুতিতে গড়ে উঠে বহু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বৌদ্ধ বিহার। তিনি নিভৃতচারী সমাজ সংস্কারক, সদ্ধর্ম জাগরণের মহান ত্যাগী সংঘ মনীষা, বিনয়ানুকুল জীবন যাপনে নির্ভীক থেরবাদ আদর্শের অনুসারী। তিনি নিরবে নিভৃতে অবিদ্যাচ্ছন্ন মানুষের মাঝে ধর্ম সুধা বিতরণ করে যাচ্ছেন। জাতীয় আন্তর্জাতিক বলয়ে নিজেকে তুলে ধরার কোন প্রবৃত্তি নেই তাঁর অন্তরে।
তিনি শুধু দিয়ে যাচ্ছেন কিন্তু কোনদিন প্রতিদান চাননি। ব্যক্তি জীবনে তিনি অতিথি পরায়ন, উদার মানসিকতা, শিক্ষা বৎসল, ন্যায়পরায়ন, মৈত্রী পরায়ন, হাস্যোজ্জ্বল, মহৎ প্রাণ, মহান ত্যাগী, এক অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যে তাঁর জীবনকে মহিমান্বিত করে তুলেছেন। ভিক্ষু কুল গৌরব, নিরহংকার, আত্মত্যাগী ভদন্ত শীলানন্দ মহাথেরো মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর সুবিশাল কর্মজীবনের এর মাঝে আজ মহাথের বরণ অনুষ্ঠান হচ্ছে জেনে খুবই অভিভূক্ত।
যদিও মহাথের বরণ অনুষ্ঠান অত্যন্ত সীমিত পরিসরে সম্পন্ন হচ্ছে বলে জেনেছি। মহাথের বরণ এর সফলতা ও আমাদের পক্ষ হতে শ্রদ্ধাভিনন্দন জানাচ্ছি।
Leave a Reply