ডিবিতে যোগদান করলেন ইন্সেপেক্টর সুজন কান্তি বড়ুয়া
চাঁদপুর জেলা ডিবিতে যোগদান করলেন দক্ষ সৎ সাহসী ইন্সেপেক্টর সুজন কান্তি বড়ুয়া, তিনি হাইমচর থানা পুলিশ পরিদর্শক হিসেবে বিগত এক বছর সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন, গত পহেলা নভেম্বর চাঁদপুর পুলিশ সুুপারের নির্দেশে জেলা ডিবিতে যোগদান করেছেন বলে তিনি জানান, তবে সোমবার থেকে তিনি প্রথম অফিস করেন।
মোঠো ফোনে এক সাক্ষাৎকারে তিনি বলেন পুলিশ সুপার স্যার মহোদয়ের অতি কাছে থেকে দায়িত্ব পালন করটা ভাগ্যের বিষয়, আমার আজ সেই ভাগ্য হয়েছে আমি মনে করি সততার ফল অতি মিষ্টি হয় তাই ডিবিতে যোগদান করে নিজেকে আরো বেশি দায়িত্ব শীল মনে করি, তাই অপরাধ মুক্ত করা হবে আমার লক্ষ।
বিবাহিত জীবনে তিনি স্ত্রী ও এক সন্তান কে নিয়ে সুুখি, ছোট বেলায় মা বাবা মারা গেলেও ভাগ্যের দ্বার উপড়ে উঠতে মামার বাড়িতে বড় হয়, মামাদের সহযোগিতায় লেখা পড়া করে পুলিশের চাকুরি পাওয়া বা করা কত জনের ভাগ্যে থাকে, কিন্তু ওনার ভাগ্যে মামারাই ছিলো সুন্দর জীবন গড়ে দেবার উপহার সত্যিই যা জন্ম জন্মান্তরে ভুলবার নয়।
চট্টগ্রাম জেলার বোয়াল খালীতে জন্ম গ্রহন করে পুলিশ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে।
শিক্ষা জীবনে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ পাশ করেন এর পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম পি এস পাশ করেন ২০১১ সালে,মনোবল আর স্বপ্ন পূরনের ভাবনায় ২০০৯ সালে পুলিশের চাকুরিতে যোগদান করে কর্মজীবন প্রথম চট্টগ্রাম যোগদান করে সি এম পি সহ র্যাব ১ ও ৭ চাকুরি করেন, শেষ রাঙ্গামাটিতে চাকুরি করে তিনি চলে আসেন চাঁদপুর জেলার হাইমচর থানার পুলিশ পরিদর্শক হয়ে, আজ তিনি জেলা ডিবিতে যোগদান করেছেন।
তবে লক্ষনীয় বিষয় তিনি পুলিশের চাকুরির পাশাপাশি লেখা পড়া করে এম পি এস পাশ করেছেন নিজের ইচ্ছা মনোবল আর সাহসীকতা দিয়ে। বতর্মান কর্ম জীবনে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন। উল্লেখ ডিবির ইন্সেপেক্টর মহিউদ্দীন কে কচুয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বে পাঠানোর সাথে সাথে ইন্সেপেক্টর সূজন কান্তি বড়ুয়াকে হাইমচর থেকে নিয়ে আশা হয়েছে।
Leave a Reply