প্রতিবেদক- এম ধর্মবোধি স্থবির
ওয়ার্ল্ড বৌদ্ধ এসোসিয়ন ইন বাংলাদেশ কর্তৃক চট্টগ্রাম জেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে চট্টগ্রামে হোটেল পেনেশোলায়।
৬ নভেম্ভর ২০২০ ইংরেজি, শুক্রবার সকাল বেলা ভদন্ত এম ধর্মবোধি স্থবির’র মঙ্গলবানী শেষ করেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সমগ্র পৃথিবীতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যারা মূত্যুবরন করছেন তাদের পুণ্যদান ও বিশ্বময় করোনা ভাইরাস মুক্ত কামনায় অষ্টপরিস্কারদান, সংঘদান শুরু হয়।
এতে সভাপ্রতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাস্থবির, উদ্ধোধনী ভাষণ দান করেন নিজামপুর সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক শিক্ষাবীদ শাসনবংশ মহাস্থবির।
এতে বক্তব্য প্রদান করে ভদন্ত মেত্তানন্দ স্থবির, ভদন্ত বুদ্ধ রক্ষিত ভিক্ষু, ভদন্ত উপানন্দ ভিক্ষুসহ উপস্থিত ছিলেন প্রায় অর্ধশতাধীক ভিক্ষু সংঘ।
সভার ২য়পর্বে World Buddhist Association in Bangladesh (WBA) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন বাবু রিংকু কুমার বড়ুয়ার সভাপ্রতিত্বে, সাধারন সম্পাদক বাবু সুরজিৎ বড়ুয়া WBA এর আগামি কর্মপ্রন্থা অবলম্বল এবং করোনা ভাইরাস কালীন সময়ে কিভাবে সংঘঠন কাজ করেছে তা প্রকাশ করা হয়।
বক্তাগন WBA কার্যক্রমে সন্তোষ্টি প্রকাশ করে চেয়ারম্যান বাবু রিংকু কুমার বড়ুয়া ও সাধারন সম্পাদক বাবু সুরজিৎ বড়ুয়ার প্রশাংসা করেন। তারা আগামি WAB আগামিতে কাজ করার ইচ্ছে প্রদান করেন।
Leave a Reply