প্রতিবেদক- এম ধর্মবোধি থেরঃ– সংঘরাজ ভিক্ষু মহামন্ডল কর্তৃক নির্বাচিত ও পরিচালিত এলাকায়, কুমিল্লা অঞ্চল, ফেনি অঞ্চল, নোয়াখালী অঞ্চল, মিরসরাই অঞ্চল, সিতাকুন্ড অঞ্চল, হাটহাজারি অঞ্চল, ফটিকছড়ি অঞ্চল, রাউজান অঞ্চল, চট্টগ্রাম মহানগর আংশিক অঞ্চলে ২০২০ সনে অনুষ্ঠিতব্য দানোত্তম দানোশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান উৎসব করোনা ভাইরাস মহামারি সংক্রমন রোধে বাংলদেশ সরকারেরর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সকল নিয়ম অনুশীলন করে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সকাল বেলায় শেষ করার জন্য মৈত্রিময় আহর্বান করা হয়েছে।
১৩সেপ্টেম্বর ২০২০ ইংরেজি, রবিবার সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের প্রধান কার্যালয় বিশ্বশান্তি পেগোড্যায় কার্যনিবাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মহামন্ডলে সভাপতি কর্মদূত জিনালংকার মহাথের, বিশেষ অতিথি ভদন্ত শাসনানন্দ মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত মৈত্রিপ্রিয় মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত সাধানানন্দ মহাথের, ভদন্ত সুমনতিষ্য মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত বোধিমিত্র মহাথের, ভদন্ত, বুদ্ধপাল থের, ভদন্ত সংঘমিত্র থের, ভদন্ত রাষ্টপাল থের, ভদন্ত এম ধর্মবোধি থের, ভদন্ত লোকাবংশ থের, ভদন্ত জে ধর্মবোধি থেরসহ ভিক্ষু সংঘ।
সভায় সকল অঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি, সম্পদক এবং সকল বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা পরিষদকে মহামন্ডলের এই নির্দেশ মেনে চীবর দান করার জন্য আহর্বান করেন সভাপতি কর্মদূত জিনালংকার মহাথের ও সম্পাদক ভদন্ত বিপুলসেন মহাথের।
সভার শুরুতে অধ্যাপক ড.জ্ঞানরত্ন মহাথের মহোদয়ের আরোগ্য কামনায় সুত্র আবৃতি করে পুণ্যদান করা হয়।
Leave a Reply