প্রতিবেদক- প্রকৌশলী শাবু বড়ুয়াঃ– চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নন্দিত বৌদ্ধ পল্লী কোঠেরপাড় গ্রামে অষ্টপরিষ্কারসহ বর্ষাসাটিক সংঘদান গত ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়।
কোঠেরপাড় বৌদ্ধ কল্যান সমিতি ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায়, কোঠেরপাড় বৌদ্ধ ত্রিরত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ, শ্রীমৎ সুগত প্রিয় মহাথের এবং উপাধ্যক্ষ, শ্রীমৎ আদিবংশ ভিক্ষুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়।
দক্ষিন ফটিকছড়ির অষ্টগ্রাম ভিক্ষু সমিতির আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের এর সভাপতিত্বে, ধর্মদেশনায় অংশগ্রহন করেন শ্রীমৎ এম ধর্মবোধি স্থবির, শ্রীমৎ করুনারত্ন ভিক্ষু, শ্রীমৎ লোকাবংশ স্থবির, শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির, শ্রীমৎ শাসনশ্রী মহাস্থবির, শ্রীমৎ সংঘমিত্র স্থবির, শ্রীমৎ সুমনতিষ্য মহাস্থবির এবং শ্রীমৎ বিপুলবংশ স্থবির মহোদয়।
কোঠেরপাড় গ্রামের সকল পরলোকগত উপাসক/উপাসিকাদের পারলৌকিক সদ্গতি কামনা করা হয় এবং অসুস্থ সকল উপাসক/উপাসিকাদের রোগমুক্তি কামনায় পূণ্যরাশি দান করা হয়, সকল গ্রামবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply