বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, সংঘের স্বাধিকার আন্দোলনের পূরোধা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অকুতোভয়ী সংঘসেনাপতি,রাঙ্গুনিয়া ধর্মরত্ন অনাথ আশ্রম,রাঙ্গুনিয়া কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি,ত্রিপিটক শিক্ষা পরিষদ ও বৌদ্ধ সমিতির প্রধান উপদেষ্টা, বহু সংগঠন এর জনক,চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও আমরণ অধ্যক্ষ, ধর্মসেনাপতি, পরমপূজ্য সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরোর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ।
২০১৮ খ্রীস্টাব্দ আজকের এ দিনে সকাল ৮.৪০ মিনিটে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আই,সিউতে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণ করেছিলেন। ২০১৯ সালের ১লা মার্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বরেণ্য ভিক্ষু সংঘ,বৌদ্ধ প্রতিরূপ দেশের ভিক্ষু সংঘ,প্রতিনিধিবৃন্দ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, এম,পি,সরকারি উচ্চ পদস্হ কর্মকর্তা, শিক্ষাবিদ,বুদ্ধিজীবি,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, হাজার হাজার ধর্মপ্রাণ নরনারী উপস্থিতিতে তাঁর শেষকৃত্যানুষ্টান সম্পন্ন করা হয়েছিল। বুদ্ধের বিনয় বিধান মতে “বিহার মাত্রই সংঘ সম্পত্তি ” এ সত্যটি প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু অহিংস আন্দোলন তথা ভিক্ষু সংঘের স্বাধিকারের জন্য আমরণ আপোষহীন ছিলেন। কোনরূপ পদ মর্যাদা, লোভনীয় লাভ সৎকার, স্বর্ণ পদক,ও অভিধা দানের প্রস্তাব তাঁকে সত্য কথন থেকে বিরত রাখতে পারেনি।
চাটুকার, তোষামোদপ্রিয়তা, দায়ক দায়িকার বা তথাকথিত নেতাদের লেজুরবৃত্তিকে তিনি ঘৃণ্যভরে প্রত্যাখান করতেন।তাই তোষামোদপ্রিয়, মিথ্যা নাম যশ,প্রত্যাশী ব্যক্তিবর্গের নিকট তিনি ছিলেন মূর্তিমান আতংক। অনেকের নিকট ছিলেন অপ্রিয়ভাজন।
সংঘ দরদী, শাসনদরদী, স্পষ্টবাদী, এ মহান সাংঘিক ব্যক্তিত্বের তিরোধানে সমাজের তথা বুদ্ধের শাসন সদ্ধর্মের অপূরনীয় ক্ষতি সাধিত হলো। আজ তাঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পুণ্য দানে পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করছি।
Leave a Reply