প্রতিবেদক- প্রকৌশলী সাবু বড়ুয়াঃ– চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার সিটি গেইট সংলগ্ন আকবরশাহ্ থানায় অবস্থিত কৈবল্যধাম হাউজিং এস্টেটে ত্রিশরন বুদ্ধ বিহারের উপাসক/ উপাসিকা কর্তৃক আয়োজিত অষ্টপরিস্কারসহ বর্ষাসাটিক সংঘদান গতকাল ২৮ শে আগষ্ট রোজ শুক্রবার বিহারে অনুষ্টিত হয়।
ত্রিশরন বৌদ্ধ বিহারের বিহার পরিচালনা কমিটির সম্মানিত সাধারন সম্পাদক, কবি ও ছড়াকার বাবু জীবন বিকাশ বড়ুয়ার সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডা. সজল কান্তি বড়ুয়া, ডা. তনয় রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী সাবু বড়ুয়া, বাবু জয়সেন বড়ুয়া, বাবু পলাশ বড়ুয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহন করেন।
বক্তরা ত্রিশরন বৌদ্ধ বিহার সরকারীভাবে রেজিস্টারিভূক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সাথে সাথে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এমপি মহোদয়, স্থানীয় কাউন্সিলর, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান বাবু সুপ্তভূষন বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেন, ভবিষ্যতে একটি নান্দনিক বিহার করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।
উক্ত দানময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান থানাস্থ উত্তর ডাবুয়া বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিশাক্য স্থবির, প্রধান ধর্মদেশক ভদন্ত এম ধর্মবোধি ভিক্ষু, অধ্যক্ষ, ঐতিহাসিক পুণ্যতীর্থ আবল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, ফটিকছড়ি, চট্টগ্রাম। উপস্থিত ছিলেন বিহারাধ্যক্ষ বোধিরত্ন ভিক্ষু, রাউজান বিমলানন্দ বৌদ্ধ বিহারের উপা-অধ্যক্ষ রাহুলরত্ন ভিক্ষু, রাহুলপ্রিয় ভিক্ষুসহ পূুজনীয় ভিক্ষুসংঘ।
ধর্মদেশনা অনুষ্ঠান পরিচালনা করেন ভদন্ত বোধিরত্ন ভিক্ষু, অধ্যক্ষ, ত্রিশরন বৌদ্ধ বিহার। প্রধান ধর্মদেশক ভদন্ত এম ধর্মবোধি স্থবির মহোদয় বিহার উন্নয়নে অংশগ্রহন করার জন্য সকলকে উদ্বুদ্ধ করে ধর্মদেশনা করেন এবং দান, শীল, ভাবনা এবং শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করার জন্য গৃহীসংঘ এবং ভিক্ষুসংঘকে দুর্ভল মানব জীবনকে সার্থক করার আহবান জানান। জগতের সকল প্রাণীর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।
Leave a Reply