প্রতিবেদক- জ্যোতিশাক্য থেরঃ– রাউজান উপজেলাস্থ লাটিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রত অষ্টপরিস্কারদান ও সংঘদান বিহারের সকল দায়ক-দায়িকাদের সুন্দর আয়োজনে এবং বিহারাধ্যক্ষ ভদন্ত সত্যপাল ভিক্ষুর সার্বিক সহযোগিতায় অনুষ্টান অনুষ্টিত হয়।
লাটিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের সকল পরলোকগত জ্ঞাতীগনের পারলৌকিক সৎগতি কামনায় এবং হাটহাজারি অঞ্চলের সংঘপ্রধান, জোবরা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের মহোদয়, বিশ্বশান্তি পেগোড্যার অধ্যক্ষ অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের এবং রাউজানে গনমানুষের আস্থারস্থল সংসদ জননেতা জনাব এ.বি. এম ফজলে করিম চৌধুরি’র করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় পুণ্যদান ও অষ্টপরিস্কারদান ও সংঘদান উৎসর্গ করা হয়।
ভদন্ত সুগতপ্রিয় মহাথের মহোদয় সভাপতি’র আমনগ্রহন করেন, ভদন্ত সুমনতিষ্য মহাথের প্রধান অতিথি, ভদন্ত বিপুলবংশ থের প্রধান ধর্মদেশক, ভদন্ত রাষ্টপাল থের, ভদন্ত এম ধর্মবোধি থের, ভদন্ত জ্যোতিশাক্য থের বিশেষ ধর্মদেশকের আসন গ্রহন করেন।
এতে ভদন্ত সত্যলংকার ভিক্ষু, ভদন্ত উত্তমানন্দ ভিক্ষু, ভদন্ত জ্যোতিনন্দ ভিক্ষু বিশেষ অতিথির আসনগ্রহন করেন।
লাটিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি দানশীল ব্যক্তিত্বসম্পন্ন বিশিষ্ট সমাজ সেবক লায়ন বাবু রুপম বড়ুয়া উদ্ধোধনী’র মাধ্যমে উক্ত অনুষ্টান শুরু হয়।
Leave a Reply