পটিয়া থেকে জয়সেন ভিক্ষুঃ- সরকারের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, অগগমহাসদ্ধম্মজোতিকাধজ, ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, ওয়ার্ল্ড পিচ রোল মডেল, বিশুদ্ধানন্দ গোল্ড অ্যাওয়ার্ড উপাধি প্রাপ্ত, কৃপাশরণ অ্যাওয়ার্ডে ভূষিত, জাপান কর্তৃক ওয়ার্ল্ড লিডারশিপে সম্মানিত, বহু গ্রন্থ প্রণেতা, উনাইনপূরা লঙ্কারামের রূপকারক অধ্যক্ষ মহামান্য দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরো মহোদয়ের মহাপ্রয়াণ উপলক্ষে আগামী ৩১জুলাই, শুক্রবার মহতী অষ্টপরিস্কার সমেত মহান সংঘদান এবং পেটিকাবদ্ধ অনুষ্ঠান।
এছাড়া একই সাথে মানবতাবাদী বৌদ্ধভিক্ষু,কোলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক কৃপাশরণ মহাথের ভান্তের বংশধর মহামান্য দ্বাদশ সংঘরাজ ভান্তের নাতি অামাদের পরম কল্যাণমিত্র ভদন্ত ড.বোধিপাল মহাথের মহোদয়ের প্রয়াণে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে।
অায়োজনে ঊনাইনপূরা গ্রামবাসী
সার্বিক তত্ত্বাবধানে ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনী
তাং ৩১/০৭/২০২০ইং
স্থান জ্ঞানীশ্বর-ধর্মসেন মিলনায়তন।
এহেন পূর্ণ ময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাথের মহোদয়, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি শাসনপ্রিয় মহাথের মহোদয়, জিনানন্দ মহাথের মহোদয়, সুমঙ্গল মহাথের মহোদয়, ধর্মসেন মহাথের মহোদয়, সোমানন্দ মহাথের মহোদয়,প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়, অার্যপ্রিয় মহাথের মহোদয়, ড.সংঘপ্রিয় মহাথের মহোদয়, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস,লোকজিৎ স্হবির মহোদয় শরণসেন মহাথের মহোদয়, জিনপ্রিয় মহাথের মহোদয়, ড.সুমনপ্রিয় স্থবির মহোদয় সহ পূজনীয় পন্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ পটিয়া ১১ নং অাসন্ন জনাব অালহাজ শামসুল হক এমপি মহোদয় সহ প্রশাসনের নেত্রী বৃন্দ এবং তথা বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ।
অাজরাত ১০ টায় বুদ্ধকীর্তন হবে ঊনাইনপুরা গ্রামের যুবক বৃন্দ কর্তৃক পরিশেষে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অাজীবন গুরু ভান্তের সেবা করেছেন ভান্তের পাশে ছিলেন দূর সময়ে বিশেষ করে ঊনাইনপুরা গ্রামের কয়েকজন জন যুবক ছেলেরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন মহামারী করোনা ভাই রাস থেকে মুক্তি লাভ করুন।
Leave a Reply