সম্পাদকীয়- এম ধর্মবোধি থেরঃ- ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী হারুয়ালছড়ি গ্রামের জন্মজাত সন্তান, শ্রদ্ধাবান উপাসক বাবু অনিল বড়ুয়া ও পূণ্যশীলা উপাসিকা প্রভা রাণী বড়ুয়া’র গর্ভজাত সন্তান ভদন্ত বিপুলানন্দ থের ‘আমেরিকা ক্যালিফোর্নিয়া’র এমভীসি-আরসিসিডি থেকে গ্রেট ডিস্টিংগুইশ(অনার)মাধ্যমে তিনটি ডিগ্রী অর্জন করেছে প্রশাসন ও তথ্য সিস্টেম, গণিত এবং বিজ্ঞান, ব্যবসা প্রশাসন হতে।
অভিনন্দন ও বন্দনা জানায় ভান্তেকে।এর পর ভান্তে স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় সান বার্নার্ডিনো (সিএসয়ুএসবি)এ স্থানান্তর করবে। ভান্তের আগামী শিক্ষা জীবন সাফল্যময় হোক এই কামনা করি।
হারুয়ালছড়ি গ্রামের জম্মজাত প্রয়ানগত ভদন্ত এইস সুগতপ্রিয় মহাথের মহোদয়ে উত্তরাধিকারিরুপে থাইলেন্ডে অবস্থান করে ধর্মকায়া ফান্ডেশন বাংলাদেশ এর প্রতিনিধিত্ব করে বাংলাদেশ সহ সমগ্রবিশ্বে বুদ্ধ ধর্ম প্রচার করে যাচ্ছেন ভদন্ত মহীপাল মহাথের এবং বর্তমানে আমেরিকায় ক্যালিফোর্নিয়া অবস্থানরথ ভদন্ত বিপুলানন্দ মহাথের।
জ্ঞান অন্বেষণ প্রকাশনী ও জ্ঞান অন্বেষণ অনলাইন নিউজ পেপার এর পক্ষথেকে প্রয়ানগত এইস সুগতপ্রিয় মহাস্থবির মহোদয়ের নির্বানসুখ এবং ভদন্ত মহীপাল মহাথের ও ভদন্ত বিপুলানন্দ থের মহোদয়ের আরোগ্য, সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।
Leave a Reply