আক্রান্ত
০
করোনা রোগীর পাশে মানবতাবাদী ভিক্ষু কে.শ্রী জ্যােতিসেন থের
ভদন্ত বিনয়মিত্র ভিক্ষু, চন্দনাইশ
মানুষ মানুষের জন্য’এই কথায় ব্রত হয়ে করোনায় আক্রান্ত রোগী সহ করোনা মোকাবেলায় নিয়োজিত সকলের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ ভিক্ষু জ্যোতিসেন থের।
গত (৬ মে) তিনি কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্মিত আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত রোগী ও তাদের চিকিৎসা সেবায় নিয়োজিতদের দেখতে যান।সেখানে তিনি তাদের মধ্যে খাবার বিতরণ করেন।
জ্যোতিসেন থের ভিক্ষু বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আন্তর্জাতিক বিষয়ক সচিব এবং রামুর ঐতিহ্যবাহী ‘রাংকুট বনাশ্রম’ মহাতীর্থ বৌদ্ধবিহারের প্রধান পরিচালক।
উল্লেখ্য কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত রামু হাসপাতালের নব নির্মিত ভবনের আইসোলেশনে থাকা প্রায় ২৫ জন করোনা রোগী ও করোনা রোগীদের সেবায় ২০ জন ডাক্তার নার্সদের জন্য আপেল, মালটা, শশা, আনারস, আঙ্গুর, তরমুজ, আম, ভাঙ্গী, কলা লেবুসহ বিভিন্ন ফল রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাবু নোবেল কুমার বড়ুয়া ও রামু আইসোলেশনের প্রধান ডাক্তার আলী হাসানের নিকট প্রদান করেন।
এই ছাড়া করোনা আক্রান্ত রোগীদের সহায়তা-সেবা দেওয়া সকল চিকিৎসক ও স্বাস্থকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন জ্যোতিসেন থের ভিক্ষু।
Leave a Reply