মরণরে তুহু মম শ্যাম সমান!
বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব বাবু উদয়ন বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাত ১২.৪৫ মি: স্হানীয় হাসপাতালে পরলোকগমন করে।
গতরাত ১১.৩০ মি: বৌদ্ধ সমিতি-যুব সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়ার ফেবু স্টাটাসে উদয়ন বড়ুয়ার লাইফ-সাপোর্টের খবর পেয়ে তার সাথে কথা বলে জানতে পারলাম একেবারে হঠাৎ অসুস্হ হয়ে মেডিকাল সেন্টার হাসপাতালে ICU তে আজ ভর্তি হয়েছেন।
অবস্হা খুবই আশংকাজনক অবস্থায় ২০ মে ২০২০ ইংরেজি,বুধবার ১২.৪৫ মি: তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (অানিচ্চা বতা সঙ্খারা…) আমরা তাঁর চিত্ত-চ্যুতি প্রবাহের প্রতিসন্ধিক্ষণে উর্ধগতি কামনা করছি।
এ’যেন “একে একে নিভিছে দেউটি।” অত্যন্ত সদালাপী, বিনয়ী, বন্ধুবৎসল উদয়ন বড়ুয়া প্রথমে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, তারপর বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্হা ও সর্বশেষ তিতু হলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির পতাকাতলে। তাঁর প্রায় ৬ দশকের জীবনে ৩ দশক এসব সংগঠনের অন্যতম কর্ণধাররুপে সমাজসেবা করেছেন।
যেখানে দেখতেন সেখানেই দাদা বলে আগ বাড়িয়ে উইশ করতেন। তিনি তরুন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে যখন ইডেন ফ্যাশনস দিলেন নব্বই দশকের মধ্যভাগে তখন আমি জাপানীজ কর্পোরেট প্রতিস্ঠান- মিটস্যুই এন্ড কোং.লি. এর চট্টগ্রাম শাখার জেনারেল ম্যানেজার ছিলাম।
ব্যববসায়ী দেবাপ্রিয় বড়ুয়া বলেন উদায়ন বাবুর পরামর্শের ব্যাপারে অফিসে গিয়য়ে নতুন ব্যবসায়ী হিসেবে সহযোগীতা চেয়েছেন। আর সাংগঠনিকভাবে আমরা একসাথে পথ হেঁটেছি। খুবই শ্রদ্ধা করতেন। কত কথা মনে পড়ছে ! ডিসিহিলে ভোরে প্রাত:ভ্রমনের সংগী ছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে আমাদের সাথে তখন যুবনেতা হিসেবে যোগদান করেছেন। আমরা বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ থেকে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করছি ও তাঁর পারলৌকিক মংগল কামনা করে পূণ্যরাশি দান করছি।
মে ২০, ২০২০, বুধবার,সকাল ৭.২০মি:
Leave a Reply