অবশেষে রক্ষিতা ও মদসহ গ্রেপ্তার প্রতারক রকি বড়ুয়া, পালাতে গিয়ে ভাঙলো পা
যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক জামাতি নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য সাঈদীপুত্রকে নিয়ে গোপন বৈঠককারী লোহাগাড়ার রকি বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র্র্যাব। এসময় তার কাছে অস্ত্র উদ্ধারের পাশাপাশি রক্ষিতাসহ চার সহযোগিকেও গ্রেপ্তার করে র্যাব ৭ এর একটি দল।
গ্রেপ্তার এড়াতে নগরীর পাঁচলাইশ এলাকার একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে নীচে পড়ে তার পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল। তিনি জানান, সরকারি নির্দেশনা পেয়ে সোমবার সেহেরির সময় নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসা ঘেরাও করে র্যাব সদস্যরা। রকি বড়ুয়া টের পেয়ে পালতে গিয়ে তিন তলা ভবনের ছাদ থেকে লাফ দিলে পড়ে পা ভেঙে যায় তার৷
এসময় বিদেশি পিস্তল, মদ, এক নারীসহ তার চার সহযোগিকেও গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে দেশ বিদেশের বিভিন্ন সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তোলা ছবি, সাঈদীর মুক্তি নিয়ে করা বৈঠকের ছবিসহ নানা কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রঙ্গতঃ গত ১ এপ্রিল মধ্যরাতে স্থানীয় রকি বড়ুয়ার বাড়ীতে ঢাকা থেকে এসে রাতভর গোপন বৈঠক করেন যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী ও রকেট হুজুর খ্যাত জামাতি মাওলানা তারেক মনোয়ারসহ জামায়াতের অন্তত ১০/১২ জন শীর্ষ পর্যায়ের নেতা। এরপর ২ মে বিবিরবিলার একটি পুকুরে মাছ লুট করতে গিয়ে স্থানীয়দের সাথে বিরোধে জড়িয়ে পড়ে।
এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার পরিকল্পনায় গত ৩ মে ভোর বেলা বিবিবিলার শান্তি বৌদ্ধ বিহারে হামলা ও পবিত্র বুদ্ধমূর্তি ভাঙচুর করা হয়। যা ছিল নিন্দনীয় ও গর্হিত কাজ। সে একজন বহুরূপী ও ভন্ড বেশধারী বৌদ্ধ ভিক্ষু হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে পরিচয় দিত।
Leave a Reply