1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি : এম ধর্মবোধি স্থবির

প্রয়োজনীয়ঃ
আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট,সফটওয়্যার কিংবা মোবাইল এপ তৈরি করতে আজই যোগাযোগ করুনঃ ০১৯০৭৯৮৬৩৬৯ আমরা যেসব সার্ভিস দিয়ে থাকিঃ বিজনেস ওয়েবসাইট,ই-কমার্স ওয়েবসাইট,সোশ্যাল ওয়েবসাইট,অনলাইন নিউজপেপার,বেটিং ওয়েবসাইট,কেনা বেচার ওয়েবসাইট,শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ইত্যাদি। আমরা আরো যেসব সেবা দিয়ে থাকিঃ সুপারশপ সফটওয়্যার,ফার্মেসি সফটওয়্যার,ক্লথিং/বুটিক ষ্টোর সফটওয়্যার,একাউন্টিং সফটওয়্যার,HRM ম্যানেজমেন্ট সফটওয়্যার,স্কুল/কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার সহ সকল ধরনের মোবাইল এপ তৈরি করে থাকি আপনার বাজেটের মধ্যেই। তো দেরি না করে আজই যোগাযোগ করুন এবং অর্ডার করুন আপনার চাহিদা মত সেবা। ফিউচার টেক বিডি
শিরোনামঃ
স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলো ঐতিহাসিক বড় উঠানের “বিশ্বমুড়া”য় রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ দীপংকর বুদ্ধের সাক্ষাৎ -সুমেধ তাপসে’র- ২য় পর্ব গৌতম বুদ্ধের অতীত জন্ম-সুমেধ তাপস, ১ম পর্ব বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক” এর উদ্যেগে বার্ষিক বনভোজন ২০২৩ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দিলীপ বড়ুয়া বোধিসত্ত্ব-রুপে সুমেধ তাপস- জ্ঞান অন্বেষণ নিউজ আগুনে পুড়লো বুদ্ধমূর্তিসহ হাজার বছরের পুরনো মন্দির- জ্ঞান অন্বেষণ নিউজ উখিয়া দক্ষিণ মরিচ্যা বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ সুন্দরা মহাথের পরলোকে উখিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বৌদ্ধ ভিক্ষু মারা গেছেনঃ পুলিশ কাউকে আটক করেনি

দুঃসময়ে ব্যক্তিবিদ্বেষ ধন্ধে বিরোধিতা না করে সহযোগীতা করুন

  • আপডেটের সময়ঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৭৬৭ বার পঠিত

দুঃসময়ে ব্যক্তিবিদ্বেষ/দন্ধে বিরোধিতা না করে সহযোগীতা করুন।

এস ধর্মতিলক ভিক্ষু

গত ৩ মে ভোর রাতে ৩.৩০ এর সময় লোহাগাড়া উপজেলার বিবিবিলা শান্তি বিহারে একটা তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে শতাব্দিকাল থেকে বিরাজমান সাম্প্রদায়িক সম্পীতিকে বিনষ্ট করতে এবং সরকার কে বেকায়দায় ফেলতে কয়েকজন উগ্রসাম্প্রদায়িক ব্যক্তির নেতৃত্বে প্রথমে স্থানীয় থানা পুলিশের দুইজন এস.আই সহ দুইগাড়ি থানা পুলিশের উপস্থিতিতে মিছিল সহকারে সরকারের বিরুদ্ধে,বৌদ্ধজাতি ও ধর্মের বিরুদ্ধে আওয়ামীলীগের বিরুদ্ধে নানা অকথ্য ভাষায় স্লোগান এবং শেষে সশস্ত্র হামলা করে বিহারে ব্যাপক ভাংচুর করা হয়।

ঘটনার পর স্থানীয় থানা কিছু প্রভাবশালী ব্যক্তির নির্দেশে মামলা নিতে গড়িমসি করলেও স্থানীয় হিন্দু-মুসলিম-বড়ুয়া বৌদ্ধদের কিছু সম্মিলিত পদক্ষেপে উপরের চাপ আসায় পরবর্তীতে মামলা নিতে বাধ্য হয়।

ঘটনার পরবর্তী ০৬মে পবিত্র বুদ্ধপূর্ণিমার দিন বিকাল ৫.৩০-৬.০০টায় স্থানীয় হিন্দু-মুসলিম গ্রামের বড়ুয়া বৌদ্ধদের সাথে একাত্ম হয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগদান তথা সহযোগীতার মাধ্যমে অপরাধীদের বিচারের জোড় দাবী জানায় যা নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।

এই দুঃসময়ে অনেক ব্যক্তি বা সংগঠন নানাভাবে সহযোগীতা করেছেন। যার মধ্যদিয়ে স্থানীয় বৌদ্ধরা কিছু হলেও ভরসা লাভ করেছে। এটা যেমন সত্য ঠিক আবার তার উল্টো কিছু ব্যক্তির অনাহুত পরশ্রীকাতরতা কারণে বিরোধিতা আমাদের ব্যতিত করেছে।

একদিকে আমরা যখন ঘটনার সাথে জড়িতে ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির বিধানে তৎপর হয়ে সরকার প্রশাসন তথা উপরের মহলের কাছে বিষয়টি অবহিত করণ তথা চাপ তৈরী করছি তখন কিছু বৌদ্ধ নামধারী ব্যক্তি পরশ্রীকাতরতায় ঘটনার অাদ্যপান্থ কিছু না জেনে বিষয়টাকে ভিন্নভাবে যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করছে যা সত্যিই এই দুঃসময়ে ভরসার বিপরীতে ব্যতিত করছে।

যেকোন গ্রামে,যেকোন ব্যক্তি বিশেষের সাথে উক্তগ্রাম বা ভিন্ন গ্রামের লোকের সাথে ব্যক্তি বিশেষে স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক,ব্যবসায়িক, ক্ষমতাকেন্দ্রিক বা ভিন্ন বিষয়ে মতানৈক্য বা আদর্শগত অমিল থাকতে পারে। কিন্তু ব্যক্তির সাথে বিরোধ বা অপছন্দের কারণে এই সময়ে এসে ঘটনাকে সম্পূর্ন বিপরীত ভাবে ব্যাখ্যা করাটা কতটুকু যৌক্তিক? তাহলে কি শুধুমাত্র ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষের কারণে আপনি বা আপনারা উগ্রসাম্প্রদায়িক ব্যক্তিদের দ্বারা ধর্মীয় প্রতিষ্টানে সংগঠিত হামলাকে প্রশয় দিবেন? এটা কি অদুর ভাবিষ্যতে অন্য আরেকটি ধর্মীয় প্রতিষ্টানে কিংবা অন্যকোন গ্রামে সাম্প্রদায়িক ঘটনার সৃষ্টি করবে না? বর্তমানে যে ঘটনার সম্মূখীন হয়েছি তার কারণে স্থানীয় বৌদ্ধদের মধ্যে একপ্রকার আতঙ্ক ও ভয় বিরাজ করছে।এই সময় সবার উচিত ঘটনার যাতে সুষ্ট তদন্ত হয় এবং যারা উক্ত ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা যায় সে বিষয়ে সহযোগীতা করা উচিত।

কারণ প্রতিটা ঘটনার পর পরবর্তী বিচারেরর ধরন,অপরাধীদের শাস্তি,নানা পদক্ষেপ কিন্তু পরবর্তী আরেকটি ঘটনার সৃষ্টিতে কিছু না কিছু ইঙ্গিত বহন করে।তাই ভবিষ্যতে যাতে উগ্রসাম্প্রদায়িক চেতনা লালনকারী কোন ব্যক্তি যাতে ধর্মীয় প্রতিষ্টানে আঘাত আনকে না পারে সেজন্য এধরনে ঘটনার যাতে দ্রুত বিচার হয় তার ব্যবস্থা করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগীতা করা উচিত।

এই খবরটি সোশাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
জ্ঞানঅন্বেষণ কর্তৃক সকল অধিকার সংরক্ষিত © ২০২২
Developed By: Future Tech BD