আজ ১৩ এপ্রিল ২০২০ ইংরেজি সোমবার, দুপুর ১.৩০ টায় চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্টাতা এবং শোয়েয়াংগ্য গইং বাংলাদেশ এর গুরু, খিয়ং ওয়া কিয়ং রাজবিহারের অধ্যক্ষ ভদন্ত উ পঞ্ঞা জোত মহাথের (উচ্লা ভান্তে) ৬৫ বছর বয়সে (১৯৫৫-২০২০) মহাপ্রয়াণ লাভ করেছেন।
উল্লেখ্য, ভদন্ত উ পঞঞা জোত মহাথের গত শুক্রবার ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হন।
ডাক্তারী ভাষায় যাকে বলে কার্ডিয়াক এরেস্ট। চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টা স্বত্ত্বেও অবস্থা জটিল আকার ধারণ করলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ বেলা ১.৩০ টায় তাঁর লাইফ সাপোর্ট খোলা হয়।
ওনার শিষ্য ভদন্ত পঞ্ঞাচক্কা মহাথের বলেন বুদ্ধ শাসনের ধারক ও বাহক, বাংলাদেশে সদ্ধর্মের পুনঃজাগরণের প্রতীক গুরুভন্তে’র মহাপ্রয়ানে আমরা, শোকার্ত, বাকরুদ্ধ, মর্মাহত।
মহান আলোকপুরুষ, বার্মিজ সরকার কর্তৃক মহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত গুরুভন্তের মহাপ্রয়ানে আমরা তাঁর পরলৌকিক সদগতি কামনা করছি। পরম পূজনীয় গুরুভন্তে নির্বাণ সুখ লাভ করুক এ কামনা, প্রার্থনা করছি।
Leave a Reply