পরম পূজনীয় শ্রদ্ধেয় উপঞঞা জোত থের মহোদয় প্রকাশ গুরু ভান্তে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে গত কাল থেকে ম্যাক্স হাসপাতালের অাই সি ইউতে চিকিৎসাধিন অাছেন।তার অবস্হা সংকটাপন্ন । ধারনা করা হচ্ছে পূজনীয় গুরু ভান্তে করোনা ভাইরাস মহামারী তে আক্রান্ত । তবে করোনা না হয়ে হার্ট এট্যাক এর সম্ভাবনাও রয়েছে , বিষয়টি এখনো ধুয়াশাচ্ছন্ন ।
এই প্রচন্ড দু:সময়ে পূজনীয় ভান্তের আরোগ্য কামনা করেছি । পূন্যদান করছি । জীবনের ঝুঁকি নিয়ে কিছু ডাক্তার নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন , তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই । আমাদের সকলের সম্মিলিত পূন্যদান , শীল প্রভাব , সত্যক্রিয়া ও সীমাহীন ধর্ম বর্ন নির্বিশেষে এই মহৎপ্রান মানুষটির গত ২ যুগের অধিক কাল বৌদ্ধ সম্প্রদায় ও পাহাডী জনগোস্টিতে যে মানব সেবা ও কল্যানমূখী কর্ম পরিচালনা করেছেন তার হেতুতে স্বদ্ধর্ম প্রভাব ও নিজের ভিতরের রোগপ্রতিরোধ ক্ষমতায় , ভান্তে ধ্রুত আরোগ্য লাভ করবেন, সাধারন হিসেবে এটাই আমাদের আশা ।
আমরা প্রজন্মের পক্ষ থেকে ভান্তের প্রতি জানাই মৈত্রী পূর্ন পূন্যদান । এবং প্রয়োজনে আমরা ভান্তের সেবায় ও তাকে বাঁচাতে যে কোন ঝুঁকি নিতে প্রস্তুত , তার সার্বিক চিকিৎসার কোন ত্রুটি যেন না হয় , তার নিপুন খেয়াল রাখতে সংশ্লিষ্ট ভক্ত অনুকূলে জানাই আকুল নিবেদন ও আবেদন ।
Leave a Reply