আক্রান্ত
০
ব্যঙ্গরচনা এক মহাকাব্য, জাতি ও আন্তজাতিক পরিমন্ডলে যিনি বিচরন করতেন, বৌদ্ধ জাতির আত্নহিতের কল্যানে অপরশিম কল্যান মিত্র মহামান্য ২৮তম সংঘনায়ক সকল ভক্তমন্ডলিকে নয়নজলে ভাসাচ্ছেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বর্তমান অধ্যক্ষ, মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আজ সকাল ৭,৫২ মমিনিটে ইহধাম ত্যাগ করেছেন।
তাঁর প্রয়াণে বৌদ্ধ সম্পাদায়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজিক বিভিন্ন সংস্থা গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
Leave a Reply