রাউজান উপাজেলাস্থ হোয়ারাপাড়া’র ছেদাংগীরখীল গ্রামের ধর্মপ্রান উপাসিকা (ক্যান্সার রোগে আক্রান্ত) মুক্তা বড়ুয়া, উত্তরবঙ্গ মিঠাপুকুর বেনুবন বিহারের অধ্যক্ষ তরুন সংঘ সদস্য শুভমিত্র ভিক্ষুর গর্ভধারনী মাতা উপাসিকা বাসন্তী খালখোর চিকিৎসা বাবদ এবং হাটহাজারি উপজেলাস্থ গুমানমর্দ্দন গ্রামের নিশান মুৎসর্দ্দির সহধর্মিনী উপাসিকা চন্দা বড়ুয়া’র সংঘদানে ভিক্ষু সংঘের দানীয়বস্তু,দক্ষিনা দান খরছ বাবদ ৪৭ হাজার টাকা প্রদান করেছি।
আমেরিকা নিউইয়র্ক থেকে এইবার যারা টাকা দিয়েছেন – প্রসেনজিৎ বড়ুয়া , করবী বড়ুয়া, জেসমিন বড়ুয়া বেলি, রাসু বড়ুয়া , তন্ময় বড়ুয়া, রুপক বড়ুয়া, সুমন সিংহ , শিশির সিংহ , মনি বড়ুয়া, দীপাল বড়ুয়া বাবু, বেশ্বান্তর বড়ুয়া, লোপা বড়ুয়া মিলি,ও শুভাশীষ বড়ুয়া প্রমুখ৷ আবদুল্লাপুর থেকে এম ধর্মবোধি স্থবির, বাবু সুভূতি বড়ুয়া, বর্ণা বড়ুয়া, বিউটি চৌধুরি প্রমুখ।
টাকাগুলি যাদের কাছ থেকে সংগ্রহ করেছি (আমেরিকা প্রবাসি) গরিব ও দুঃখগ্রস্থ মানুষের অপরিশিম কল্যানমিত্র প্রিয় দাদা বাবু শুভাশীষ বড়ুয়া’র ব্যবস্থাপনায় এবং আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারে উপাসক -উপাসিকাদের সহযোগিতায় উক্ত অর্থ দান করা হয়েছে। উক্ত অর্থগুলি ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারে’র অধ্যক্ষ এম ধর্মবোধি স্থবির দাতাদের পক্ষ হয়ে গ্রহকের হাতে হস্তান্তর করেন।
আমেরিকার নিউইয়র্ক থেকে যারা সব সময় নিজ জম্মজনপদের স্ব-জাতীর প্রতি পরম মমতায়
এই মহৎ পুণ্যময় দানে অংশগ্রহণ করে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আপনাদের সকলের প্রতি অসহায় পরিবারগুলির পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে মৈত্রীময় আশির্বাদ ও পুণ্যদান প্রদান করছি ।
বিশেষ ভাবে বলতে হয় আমেরিকা প্রবাসি ধার্মিক উপাসক বাবু শুভাশীষ বড়ুয়া ও প্রসেনজিৎ বড়ুয়া’র মাধ্যমে আবদুল্লাপুর গ্রামের ছোট শিশু অজয় বড়ুয়াকে ৩ লক্ষ টাকার অধিক, রাংগুনিয়ার উপাসিকা তাপসি বড়ুয়া’র জন্য ৩০ হাজার টাকা, হোয়ারাপাড়া’র উপাসক বাবু সজল বড়ুয়া’র ছেলের জন্য ৫০হাজার টাকা, রাঙ্গামাঠি’র ঊষা চাকমার জন্য ৫০হাজার টাকা, হাটহাজারির নিশান মূৎসর্দ্দির সহধর্মিনীর জন্য লক্ষাধীক টাকাসহ আরো অনেক বিপদগ্রস্থ অসহায় মানুষের কল্যানে আমেরিকা প্রবাসি বাবু শুভাশীষ বড়ুয়া ও প্রসেনজিৎ বড়ুয়া এবং তাদের বন্ধুবান্ধবদের কাছ থেকে এবং আমি এম ধর্মবোধি ভিক্ষুও চেষ্টা করেছি নিজে ও দায়ক দায়িকাদের সহযোগিতায় মানবতায় এগিয়ে আসতে।
আমরা সবাই নিজের অবস্থান থেকে যদি বিন্দু বিন্দু করে মানুষের বিপদে এগিয়ে আসি তাহলে আমার সমাজ অবশ্যই আলোকিত হবে, সকল সুন্দর কাজে সবাই এগিয়ে আসবেন এই কামনা করি।
Leave a Reply