রাউজান উপজেলাস্থ ঐতিয্যবাহী লাঠিছড়ি গ্রামজাত বিশিষ্ট্য সমাজ সেবক প্রায়াত যাত্রা মোহন বড়ুয়া’র সহধর্মীনি উপাসিকা মনিবালা বড়ুয়া’র অনিত্য সভা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। উপাসিকা মনিবালা বালা বড়ুয়া গত ১৬ ডিসেম্ভর২০১৯ ইংরেজি, সোমবার নিজ বাড়িতে পরলোকগমন করেন।
প্রয়াত যাত্রা মোহন বড়ুয়া ও প্রয়াতা মনিবাল বড়ুয়ার ব্যক্তি জীবনে ৬পুত্র ও ৩কন্যাসহ অসংখ্যা ভক্ত মন্ডলি রেখে গেছেন। অনিত্য সভায় বাংলদেশের প্রবীন ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
অনিত্য সভায় সভাপতিত্ব করে মান্যবর উপ-সংঘরাজ শ্রদ্ধেয় ড.শীলানন্দ মহাথের উপ-সংঘরাজ শ্রদ্ধেয় শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির, শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাস্থবির, নানুপুর গৌতম বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রদ্ধালংকার মহাস্থবিরসহ শতাধীক ভিক্ষু সংঘ।
২২ ডিসেম্ভর ২০১৯ ইংরেজি, রবিবার পুত্রদ্বয় বাবু মাধল বড়ুয়া, বীরমুক্তিযোদ্ধা বিমল বড়ুয়া, শুলাল বড়ুয়া, তপন বড়ুয়া,সুপন বড়ুয়া ও দানশীল ব্যক্তিত্ব লায়ন রুপন বড়ুয়া’র সুন্দর ব্যবস্থাপনায় উপসংঘরাজ ড.শীলানন্দ মহাস্থবির মহোদয়ের সভাপতিত্বে অষ্টপরিস্কারদান, সংঘদান ও জ্ঞাতীভোজনে আয়োজন করা হয়েছে।
মহান ভিক্ষু সংঘ প্রয়াত মনি বালার পুত্রদ্বয় সমাজ ও সদ্ধর্মের কল্যানে যে অবদান রেখে যাচ্ছেন তার জন্য তাদের আর্শিবাদ ও পুণ্যদান করেন।
Leave a Reply