কুমিল্লায় ট্রাক চাপায় রিংকন বড়ুয়া (২৫) নামে মোটরসাইকেল আরোহী পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মিস্ত্রীপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিংকন বড়ুয়া চাঁদপুর জেলার কচুয়া থানায় কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গোলজার এলাকায়।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে রিংকন বড়ুয়া ছুটি কাটিয়ে চট্টগ্রাম থেকে তার কর্মস্থল কচুয়া থানায় যাচ্ছিল। পথিমধ্যে মিস্ত্রীপুকুরপাড় এলাকায় পৌঁছলে সামনে একটি সিএনজি দেখে মোটরসাইকেলটি দ্রুত গতি থামানোর চেষ্টা করলে রিংকন বড়ুয়া মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। এ সময় রিংকনের বন্ধু মোটরসাইকেল চালক আহত হন।
সদর দক্ষিণ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া থানার ওসি অলিউল্লাহ অলি জানান, রিংকন গত ৫ অক্টোবর ছুটিতে বাড়িতে যায়। সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply