নিজামপুর পরগনার সু-প্রাচীন সাংঘিক বৌদ্ধ বিহার যে-স্থান থেকে থেরবাদ বুদ্ধধর্ম নতুন জাগরন সৃষ্টি হয়েছে। মিরসরাই উপজেলাস্থ দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারে বহুজন হিতায় , বহুজন সুখায় ” এই অহিংসা বাণীর চেতনায় আজ উদ্ধীপ্ত শাসন সদ্ধর্ম ও বৌদ্ধ সমাজ আত্মসংযম , আত্মশুদ্ধির পবিত্র বর্ষাবাস সমাপনান্তে জীবনবােধের অমৃত প্রত্যয়ে সমগ্র বিশ্বে উদযাপিত হচ্ছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও জাতীয় উৎসব দানােত্তম শুভ কঠিন চীবর দান, তারই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ , ২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ , ২৫৬৩ বুদ্ধাব্দ ,সােমবার থেরবাদী বৌদ্ধ ধর্মের অন্যতম পুণ্যতীর্থ ঐতিহাসিক দমদমা অভয়শৱণ বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় যথাযােগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হতে উক্ত মহতী দান অনুষ্ঠান ।
উক্ত পুণ্যানুষ্ঠানে মহান ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকাদের উপস্থিতির মধ্যদিয়ে সকাল বেলা অভয়শরণ বৌদ্ধ বিহারে প্রয়ানগত সকল সংঘপুরুধাদের পারোলৌকিক সৎগতি কামনায় অষ্টপরিস্কারদান ও সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মায়ানি সুদর্শন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির মহোদয় প্রধান অতিথি ভদন্ত প্রিয়বংশ মহাস্থবির প্রধান ধর্মদেশক নিজামপুর সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক ভদন্ত শাসনবংশ মহাস্থবির বিশেষ ধর্মদেশক ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত এম ধর্মবোধি স্থবির ও ভদন্ত আদিবংশ ভিক্ষু।
দুপুর ২ঘটিকায় আরম্ভ হয় শুরু হয় চীবর দানের ধর্ম-সভা ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির মহোদয়ের সভাপতিত্বে এতে প্রধান ধর্মদেশনা দান করেন গহিরা জেতবনারাম বিহারে অধ্যক্ষ ভদন্ত সত্যপাল স্থবির, উদ্ধোধনী ভাষন দান করেন বিহারাধ্যক্ষ- উপানন্দ ভিক্ষু, ভদন্ত মেত্তনন্দ স্থবির, ভদন্ত ধর্মানন্দ স্থবির, ভদন্ত আলোকাবংশ স্থবির, ভদন্ত সুপ্রিয়ানন্দ স্থবির, ভদন্ত জ্ঞানলংকার স্থবির প্রমুখ ভিক্ষুসংঘ এবং বিহার পরিচালনা কমিঠি কর্মকর্তা দায়ক দায়িকাবৃন্দ।
Leave a Reply