দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, খাগড়াছড়ি আওয়ামী লীগের এক জন পরিচন্ন রাজনৈতিক ব্যক্তিত্ববান পুরুষ ছিলেন, দীঘিনালা উপজেলায় সকল সম্পাদায়ের সকল মানুষ যাকে অন্তের থেকে ভালোবাসতেন,সাবেক ইউপি সদস্য,দীঘিনালা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, বাবু আশিষ বরণ বড়ুয়া আর আমাদের মাঝে নেই। আনুমানি সকাল ৭টার সময় তিনি পরলোকগমন করেছেন।
তিনি দীঘিনালা বাসীর কাছে আশিষ মেম্বার নামে সুপরিচিত ছিলেন। বাবু আশিষ বরণ বড়ুয়ার মৃত্যুতে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নৈত্রিবৃন্দ শোক প্রকাশ করেছেন। দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাশেম সাহেব শোক নিবেদন করেছেন।
উপজেলা চেয়ারম্যান জনাম কাশেম সাহেব বলেন আশিষ বাবু ছিলেন গনমানুষের নেতা, তার কাছে ছিলো না কোন জাতপাত এবং আত্ন অহংবোধ এমন এক জন মানুষের মৃক্যুতে আমার মর্মাহত ও শোখাহত এবং এলাকার মানুষ হারিয়েছি একজন অভিভাবক। বৌদ্ধ সম্পাদায়ে মানুষ আশিষ বাবুর পারলৌকিক সদগতি কামনায় পূন্যরাশি দান করছেনন।
Leave a Reply