আক্রান্ত
০
রাউজান উপজেলার ধম্মগ্রাম আবুরখীল তালুকদার পাড়ার মেয়ে রিয়া বড়ুয়া বিজিসি ট্রাষ্ট থেকে (২০১৩-২০১৪) শিক্ষা বর্ষে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেছে । সে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক
আনন্দ প্রসাদ বড়ুয়া ও গৃহিনী রিংকু বড়ুয়ার কনিষ্ঠ মেয়ে।দু ভাইবোনের মধ্যে রিয়া ছোট । বড় ভাই রিজন প্রসাদ বড়ুয়া একজন মেরিন ইন্জিনিয়ার ।রিয়া ছোট বেলা থেকে মেধাবী ছাত্রী ছিল । বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ থেকে পিএসসি , জেএসসি , ও এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন ।
ভবিষ্যতে রিয়া একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান । তার এই কৃতিত্বের জন্য শিক্ষক ও মা-বাবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
Leave a Reply