1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি : এম ধর্মবোধি স্থবির

প্রয়োজনীয়ঃ
আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট,সফটওয়্যার কিংবা মোবাইল এপ তৈরি করতে আজই যোগাযোগ করুনঃ ০১৯০৭৯৮৬৩৬৯ আমরা যেসব সার্ভিস দিয়ে থাকিঃ বিজনেস ওয়েবসাইট,ই-কমার্স ওয়েবসাইট,সোশ্যাল ওয়েবসাইট,অনলাইন নিউজপেপার,বেটিং ওয়েবসাইট,কেনা বেচার ওয়েবসাইট,শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ইত্যাদি। আমরা আরো যেসব সেবা দিয়ে থাকিঃ সুপারশপ সফটওয়্যার,ফার্মেসি সফটওয়্যার,ক্লথিং/বুটিক ষ্টোর সফটওয়্যার,একাউন্টিং সফটওয়্যার,HRM ম্যানেজমেন্ট সফটওয়্যার,স্কুল/কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার সহ সকল ধরনের মোবাইল এপ তৈরি করে থাকি আপনার বাজেটের মধ্যেই। তো দেরি না করে আজই যোগাযোগ করুন এবং অর্ডার করুন আপনার চাহিদা মত সেবা। ফিউচার টেক বিডি
শিরোনামঃ
স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলো ঐতিহাসিক বড় উঠানের “বিশ্বমুড়া”য় রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ দীপংকর বুদ্ধের সাক্ষাৎ -সুমেধ তাপসে’র- ২য় পর্ব গৌতম বুদ্ধের অতীত জন্ম-সুমেধ তাপস, ১ম পর্ব বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক” এর উদ্যেগে বার্ষিক বনভোজন ২০২৩ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দিলীপ বড়ুয়া বোধিসত্ত্ব-রুপে সুমেধ তাপস- জ্ঞান অন্বেষণ নিউজ আগুনে পুড়লো বুদ্ধমূর্তিসহ হাজার বছরের পুরনো মন্দির- জ্ঞান অন্বেষণ নিউজ উখিয়া দক্ষিণ মরিচ্যা বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ সুন্দরা মহাথের পরলোকে উখিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বৌদ্ধ ভিক্ষু মারা গেছেনঃ পুলিশ কাউকে আটক করেনি

গৌতম বুদ্ধের দৈনিক অভ্যাসঃ

  • আপডেটের সময়ঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ১০৫০ বার পঠিত

আচার্য্য বুদ্ধঘোষ কতৃক নিবন্ধিত ত্রিপিটকের অন্তর্গত দীর্ঘনিকায়ের অর্থকথা সুমংগলবিলাসিনি থেকে সংগৃহীত সারার্থ। আমার বিশ্বাস ত্রিপিটকের মূলে এর কোথাও উল্লেখ নেই। অতএব এ অবধি বাংলায় যে ত্রিপিটক পাওয়া যাচ্ছে তাতে তার উল্লেখ থাকার কথা নয়। কেউ উল্লেখ থাকলে কোথায় আছে তা দয়া করে জানাবেন কী।

তথাগতের দৈনিক কৃতকে পাঁচ ভাগে ভাগ করে দেখানো হয়েছে যথাঃ ১) ভোরেরবেলাঃ ৪টা থেকে দুপুর ১২টা, ২) অপরাহ্নঃ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা, ৩) রাত্রির প্রথম ভাগঃ সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ১০টা, ৪) রাত্রির মধ্যম ভাগঃ রাত্রি ১০টা থেকে রাত্রি ২টা, ৫) রাত্রির শেষ অংশঃ রাত্রি ২টা থেকে রাত্রি ৪টা।

১) ভোরেরবেলাঃ ৪টা থেকে দুপুর ১২টাঃ তথাগত ভোর ৪ ঘটিকায় শয্যা ত্যাগ করিয়া হাত-মুখ ধৌত করিয়া ও অন্যান্য প্রয়োজনাদি সম্পন্ন করিয়া ভোর ৫ ঘটিকা পর্যন্ত বিদর্শনে রত থাকিতেন। ভোর ৬টায় কাহার ও কোন সাহায্যের প্রয়োজন থাকিলে তাহা নিস্পন্ন করিতেন যেমনঃ অঙ্গুলিমাল, বিশাখা, সারিপুত্র মোজ্ঞলায়ন সহ অনেকে যে এ সময় তথাগত কতৃক সাহায্যপ্রাপ্ত তা উল্লেখ্য বিভিন্ন সূত্রে। তৎপর ভিক্ষান্নে বাহির হইতেন। কখন ও একা কখন ও বা তাহার শিষ্যসমেত। শিষ্যসমেত হইলে শিষ্যরা এক লাইনে সারিবদ্ধ হইয়া তাহার পশ্চাৎ গমন করিতেন। উক্ত তথাগতের ৮০ বছর বয়সকালে ও এ রীতির রদবদল হয় নাই। এক দুয়ার হইতে আর এক দুয়ারে ভিক্ষান্নে, চক্ষুনেত্র থাকিত ভূমি অভিমুখে, নীরবতায় ভিক্ষাপাত্রে যাহাই দান পাইতেন তাহা বিনয়চিত্তে গ্রহন করিতেন। কখনো কোন উপাসক/ উপাসিকার গৃহতে নিমন্ত্রিত হইলে আহার সমাপনে প্রার্থিত হইলে ধর্মদেশনা করিতেন।

২) অপরাহ্নঃ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টাঃ বিহারে প্রত্যাবর্তনে ভিক্ষুসংঘ তথাগতের স্বশরীর উপস্থিতির মহিমা স্মরণ করিয়া ধর্মদেশনা প্রার্থনা করিলে তথাগত তাহাদের ধর্মদান ও বিদর্শন শিক্ষা দিতেন। তৎপর তথাগত শয়নকক্ষে প্রবেশ করিয়া প্রয়োজন হইলে ডান পার্শ্বস্থ হইয়া ডান হস্তের উপর স্মৃতিমান হইয়া সিংহের ন্যায় বিশ্রাম গ্রহন করিতেন। বিশ্রাম শেষে মহা করুণা সম্পতিতে নিবন্ধিত হইয়া দিব্যচক্ষুতে বিহারে কিংবা কাছে ও দূরে অবলোকন করিতেন যাহার তাহার ধর্মোপদেশের প্রয়োজন ঘটিয়াছে এবং সে নিমিত্ত সাধারন হইলে সাধারনের ভাষায়, ক্ষত্রিয় হইলে ক্ষত্রিয়ের ভাষায়, সাধারন হইলে স্বর্গ, নরক, দান, শীল ইত্যাদির বর্ননা আর আর্য হইলে নৈর্বানিক শিক্ষা ব্যক্ত করিতেন।

৩) রাত্রির প্রথম ভাগঃ সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ১০টাঃ এ অংশটি বিশেষ করে বরাদ্ধ ছিল ভিক্ষুসংঘের প্রতি। এ সময় ভিক্ষুরা তাহদের বিভিন্ন সন্দেহ প্রকাশ ও অবসান, প্রশ্নোত্তর, পথনির্দেশনা, ধর্মসুধা গ্রহন করিতেন তথাগতের করুনায়।

৪) রাত্রির মধ্যম ভাগঃ রাত্রি ১০টা থেকে রাত্রি ২টাঃ এ অংশে দেব, ব্রক্ষ্ম, অশরীরিরা তথাগতের শরণাপন্ন হয়ে তাহদের বিভিন্ন সন্দেহ প্রকাশ ও অবসান, প্রশ্নোত্তর, পথনির্দেশনা, ধর্মসুধা গ্রহন করিতেন তথাগতের করুনায়।

৫) রাত্রির শেষ অংশঃ রাত্রি ২টা থেকে রাত্রি ৪টাঃ এ অংশটি তিন ভাগে বিভক্ত। প্রথমভাগে,তিনি সময় কাটাতেন চংক্রমন করে, ২য় ভাগে তথাগত শয়নকক্ষে প্রবেশ করিয়া ডান পার্শ্বস্থ হইয়া ডান হস্তের উপর স্মৃতিমান হইয়া সিংহের ন্যায় বিশ্রাম গ্রহন করিতেন। তৃতীয় ভাগে বিশ্রাম শেষে মহা করুণা সম্পতিতে নিবন্ধিত হইয়া দিব্যচক্ষুতে বিহারে কিংবা কাছে ও দূরে অবলোকন করিতেন যাহার তাহার ধর্মোপদেশের প্রয়োজন ঘটিয়াছে এবং সে নিমিত্ত সাধারন হইলে সাধারনের ভাষায়, ক্ষত্রিয় হইলে ক্ষত্রিয়ের ভাষায়, সাধারন হইলে স্বর্গ, নরক, দান, শীল ইত্যাদির বর্ননা আর আর্য হইলে নৈর্বানিক শিক্ষা ব্যক্ত করিতেন।
স্নেহাশীষ প্রিয় বড়ুয়া, প্রতিষ্ঠাতা ও পরিচালক নির্বানকামনী গ্রুপ, লিখক, গবেষক, চিন্তাবীদ ও দানশীল ব্যক্তিত্ব।

এই খবরটি সোশাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
জ্ঞানঅন্বেষণ কর্তৃক সকল অধিকার সংরক্ষিত © ২০২২
Developed By: Future Tech BD