আজ ২৯ আগস্ট ২০১৯ ইংরেজি, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছত্র সংসদের উদ্যোগে টি, এস,সি ‘র রাজু ভাস্কর্যের সামনে ফেনী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ , মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ভদন্ত অমৃতানন্দ থেরোকে সন্ত্রাসী কর্তৃক নৃসংসভাব হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৪ আগস্ট রাতে ট্রেনে করে ঢাকা থেকে ফেনী নিজ বিহার যাত্রাপথে চলন্ত ট্রেনে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করে গোমতি নদীতে ফেলে দেয়।
ভদন্ত অমৃতানন্দ থেরকে হত্যার প্রতিবাদে
মানব বন্ধনে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন মেরুল বাড্ডাস্থ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো , বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় , ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট ষ্ট্যাডি বিভাগের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রজারিও , বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মি. দুলাল কান্তি বড়ুয়া , এবিসিপি-এর সাধারণ সম্পাদক , বিশিষ্ট কণ্ঠশিল্পী ম. শেলু বড়ুয়া, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা মি. রিটন কান্তি বড়ুয়া এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি !
নেতৃবৃন্দ ভদন্ত অমৃতানন্দ থের’র হত্যাকারীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান এবং হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
Leave a Reply